• রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৪:৩৭ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে পদোন্নতির দাবিতে শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদের মানববন্ধন প্রশাসন যেন কোন রাজনৈতিক দলের কাছে নতিস্বীকার না করে- ভিপি নুর “বিএনপির জন্মই হয়েছে সংস্কার করার জন্য”- ডা. জাহিদ হোসেন চিলমারীতে খালের পানিতে ডুবে শিশু ইয়াছিনের মৃত্যু  সৈয়দপুরে ইয়াং টাইগার একাডেমি কাপ টুর্নামেন্টের শুভ উদ্বোধন সৈয়দপুরে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুনগতমান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত নীলফামারীতে সড়ক দূর্ঘটনায় ইপিজেড কর্মী নিহত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে খানসামায় বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ৩২ টন পাখির খাদ্যে ২৫ টনই নিষিদ্ধ পপি বীজ ২০২৬ সালে সরকারি ছুটি ২৮ দিন, ১১ দিনই শুক্র-শনিবার

চেরামান মসজিদ : উপমহাদেশের প্রাচীনতম মসজিদ

New Rose Cafe, Saidpur

charaman mosqueসিসি ডেস্ক: কেরালার চেরামান জুমা মসজিদ খুব সম্ভবত উপমহাদেশের প্রথম মসজিদ। ৬২৯ খ্রিস্টাব্দে  অর্থাৎ পঞ্চম হিজরি সনে যখন হযরত মোহাম্মাদ (সা.) মদিনায় অবস্থান করছেন তখন এই মসজিদটি নির্মাণ করা হয়েছে বলে ধারণা করা হয়। অবশ্য সম্প্রতি ভারতের ভাবনগর উপকূলে জেরুসালেমমুখী একটি মসজিদ আবিষ্কৃত হয়েছে। তাছাড়া বাংলাদেশের লালমনিরহাটেও একটি প্রাচীন মসজিদের সন্ধান পাওয়া গেছে। এই দুটি মসজিদও উপমহাদেশের প্রাচীনতম মসজিদ হিসেবে স্বীকৃতি পাওয়ার দাবি রাখে।
চেরামান মসজিদটি ইসলাম গ্রহণকারী রাজা চেরামানের নামানুসারে প্রতিষ্ঠিত। বলা হয়ে থাকে কেরালা থেকেই তিনি হযরত মোহাম্মদের (সা.) চাঁদ দ্বিখণ্ডিত করার মোজেজা দেখে মুগ্ধ হয়েছিলেন। তারপর আরবে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তার নির্দেশেই এই মসজিদটি প্রতিষ্ঠিত হয়েছিল।
চেরামান রামাভার্মা পেরুমল ছিলেন (কোনো কোনো স্থানে তাকে চক্রবর্তী ফারমাস হিসেবেও অভিহিত করা হয়েছে) কোডুঙ্গোলর (বর্তমান কেরালা) পেরুমল রাজবংশের রাজা। এই রাজবংশের মোট ২৬ জন রাজা রাজত্ব করেছিলেন। তিনিই ছিলেন সর্বশেষ রাজা।
কিংবদন্তিতে বলা হয়, ভারতের দক্ষিণাঞ্চলে অবস্থিত মালাবার রাজ্যের (বর্তমান কেরালা অঞ্চল) তৎকালীন রাজা চক্রবর্তী ফারমাস (চেরামান পিরুমেল) আকাশে চাঁদ দুই টুকরো হয়ে যাওয়ার ওই অলৌকিক ঘটনাটি স্বচক্ষে দেখেছিলেন। যখন তিনি জানতে পারেন যে আরব দেশে শেষ নবীর আবির্ভাব ঘটেছে ও রাসূলই (সা.) চাঁদ দ্বিখণ্ডিত করেছেন, তখন বাণিজ্যের উদ্দেশে সেখানে আগত সাহাবা হযরত মালিক বিন দিনারের (রা.) সাথে তিনি মক্কায় যান এবং ইসলাম ধর্ম গ্রহণ করেন। ভারতের ইতিহাস গ্রন্থ ‘তারিখে ফেরেশতা’য় ওই ঘটনা উল্লেখিত হয়েছে।  কয়েক বছর মক্কায় থেকে দেশে ফেরার পথে ওমানে তিনি অসুস্থ হয়ে ইন্তেকাল করেন।
তবে মৃত্যুর আগে তিনি রাজন্যবর্গের উদ্দেশে চিঠি লিখে তা হযরত মালিক বিন দিনার (রা.) ও অন্যদের মারফত পাঠিয়ে দিলেন। কিছুকাল পরে মালিক বিন দিনার (রা.) এবং তার সঙ্গীসাথীরা কোডাঙ্গালুর পৌছিয়ে সেই চিঠিগুলি প্রাদেশিক সর্দারদের হাতে দিলেন। সেই চিঠিতেই রাজা পেরুমলের ইচ্ছানুযায়ী প্রদেশের বিভিন্ন জায়গায় মসজিদ নির্মাণের নির্দেশ ছিল। এমনই এক মসজিদ প্রথম গড়ে উঠেছিল কোডাঙ্গালুর  ‘চেরামান জুম মসজিদ’।
এটি নির্মাণ করা হয় ৬২৯ খ্রিস্টাব্দে। অর্থাৎ পঞ্চম হিজরি সনে যখন হযরত মোহাম্মাদ (সা.) মদিনায় অবস্থান করছেন। এই সূত্রেই দাবি করা হয় যে এই মসজিদটিই ভারতীয় উপমহাদেশে নির্মিত সর্বপ্রথম মসজিদ।
সময়ের পরিক্রমায় মসজিদটির সংস্কার কয়েকবার করা হয়েছে। কিন্ত মসজিদের মূল কাঠামো অবিকল আগের মতই সংরক্ষিত রাখা হয়েছে। মসজিদের প্রথম নির্মিত মেহগিনি কাঠের দরজা, ছাদের সিলিং ইত্যাদি আজও বর্তমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ