• শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ১২:১৩ পূর্বাহ্ন |

নীলফামারীতে যৌতুকের টাকার জন্য গৃহবধু নির্যাতন

New Rose Cafe, Saidpur

Nirjatonনীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে যৌতুকের টাকার জন্য এক গৃহবধু শশুরবাড়ীর লোকজনের হাতে নির্যাতনের শিকার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নির্যাতিতা গৃহবধু হলেন, আর্জিনা বেগম (২৬)। সে জেলার ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নের ছাতনাই গ্রামের আফাব উদ্দিনের মেয়ে ও একই গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী।

জানা যায়, জেলার ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নের ছাতনাই গ্রামের আফাব উদ্দিনের মেয়ে আর্জিনা বেগমের সাথে একই গ্রামের মোক্তাহার আলীর ছেলে শহিদুল ইসলামের ৫ বছর পুর্বে বিয়ে হয়। বিয়ের পর থেকে নানা কারনে প্রায়শই আর্জিনার শশুর বাড়ীর লোকজন তাকে নির্যাতন করে আসছে। ঘটনার দিন গতকাল সোমবার সন্ধ্যার পর তার শশুরবাড়ীর লোকজন বেদম মারপিট করে আহত করে। ওই গৃহবধুকে স্থানীয় লোকজন আশংকাজনক অবস্থায় উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে দেয়। আর্জিনার পিতা আফাব উদ্দিন অভিযোগ করে বলেন, বিয়ের সময় ছেলেকে ১ লাখ ৫০ হাজার টাকা  দিয়ে বাজারে একটি মুদি দোকান কিনে দিয়েছিলাম। বিয়ের ৫ বছরের মধ্যে মেয়ের সুখের জন্য বিভিন্ন সময় ব্যাবসার অজুহাতে জামাতাকে ৪ লক্ষ ৫০ হাজার টাকা দেয়া হয়। জামাতা, মেয়ের শ্বশুর, শাশুড়ী আরও ১ লক্ষ টাকা যৌতুকের জন্য আর্জিনার উপর প্রায় সময় নির্যাতন করে আসছে। এমনকি যৌতুকের টাকার জন্য ১০/১২ বার বাড়ী থেকে বের করে দিয়েছিল। নির্যাতিতা আর্জিনার মা সেলিনা বেগম জানায়, প্রতিবেশীর মাধ্যমে সংবাদ পেয়ে আমরা মেয়ের বাড়ী যাই। গিয়ে দেখি মুমূর্ষ অবস্থায় আর্জিনাকে বাড়ীর উঠানে ফেলে রেখেছে। গ্রামের লোকজনের সহায়তায় মেয়েকে উদ্ধার করে রাতে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করি। মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করায় আর্জিনার শরীরে রক্তে ভিজে গিয়েছে।

এ ব্যাপারে ডিমলা থানায় স্বামী, শ্বশুর, দেবর ও শ্বাশুড়ীকে আসামী করে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ডিমলা থানার অফিসার ইন চার্জ শওকত আলী জানান, অসুস্থ আর্জিনাকে দেখার জন্য ডিমলা হাসপাতালে গিয়েছিলাম। তার অভিযোগের ভিত্তিতে আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ