রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে অস্ত্রসহ এক ছিনতাইকারীকে এলাকাবাসী আটক করে থানা পুলিশের হাতে সোপর্দ করেছে। পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার নাজিমখান বাজার সংলগ্ন রাজারহাট-নাজিমখান সড়কে বুধবার রাত সাড়ে ১১টার দিকে নাজিমখান বাজারের গালামাল ব্যবসায়ী মো. কামরুল ইসলাম কনক (২৬) বাড়ি ফেরার পথে পথিমধ্যে সোহেল রানা (২১) এর নেতৃত্বে একদল ছিনতাইকারী ওই ব্যবসায়ীকে পথ রোধ করে ছিনতাই করার সময় তার চিৎকারে পার্শ্ববর্তী লোকজন এগিয়ে এসে সোহেল রানাকে ধারালো অস্ত্রসহ আটক করে। এ সময় অন্যরা পালিয়ে যায়। আটককৃত ছিনতাইকারী চাকিরপশার পাঠক এলাকার সিদ্দিকুর রহমানের পুত্র। এ ঘটনায় সোহেল রানাকে প্রধান আসামী করে দু’জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫-৬ জনের নামে রাজারহাট থানায় ব্যবসায়ী কামরুল ইসলাম কনক বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন। রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) এম.এম ময়নুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে জড়িত পলাতক ছিনতাইকারীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।