ঝিনাইদহ: ঝিনাইদহে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও গুলিসহ তিন ডাকাতকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
রোববার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার কোটপাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, সদর উপজেলার পাগলা কানায় গ্রামের মাহাতাবের ছেলে সবু হোসেন, গয়েশপুর গ্রামের আক্কাসের ছেলে জাহিদ ও কোরাপাড়া গ্রামের নুরুন্নবীর ছেলে বিপ্লব।
গোয়েন্দা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোটপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১টি শাটারগান, ১রাউণ্ড গুলি এবং ৬টি দা উদ্ধার করা হয়।
ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের ওসি মো. সলেমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।