• বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ১১:২৮ অপরাহ্ন |

বীরগঞ্জে গাজা সেবনে বাধা দেয়ায় ছুরিকাঘাত

New Rose Cafe, Saidpur

Chakuবীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: বীরগঞ্জে গাজা সেবনে বাধা দেয়ায় বাড়ির মালিককে ছুরিকাঘাত করেছে মাদকসেবিরা। উপজেলা সদর থেকে ৪০ কিলোমিটার উত্তরে শিবরামপুর ইউনিয়নের আরাজী মিলনপুর গ্রামের ঢালী পরিবারের সন্তান আবু আলা, তহিদুল ইসলাম, আব্দুর রাজ্জাক ও সুজন ঢালী একই গ্রামের ওহেদ আলীর পুত্র বিনু মিঞার অনুপস্থিতে সোমবার বাড়িতে প্রবেশ করে গাজা সেবন করে। এতে বাড়ির লোকজন বাধা দেয় এবং বাড়ি থেকে বেড় করে দেয়। মাদকসেবিরা কিছুক্ষন পর লাঠি-সোটা নিয়ে বাড়ির দিকে আসতে দেখে বিনু মিঞা বাড়ি থেকে পালিয়ে যাওয়া সময় তাকে তারা করে মিলনপুর-মুরারী রাস্তা থেকে ধরে নিয়ে গিয়ে বেদম প্রহার করে ও মাথায় ছুরিকাঘাত করে রক্তাত অবস্থায় বাড়ির সংলগ্ন শাজাহানের দোকানের পার্শ্বে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়। অজ্ঞান ও মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করে অবস্থার অবনতি হলে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। উলে¬খিত ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। তদন্তকারী অফিসার বেলাল হোসেন জানান আসামীরা গাঢাকা দিয়েছে  গ্রেফতারের তৎপরতা অব্যাহত রয়েছে।

আরডিআরএস ইফতার মাহফিল ও আলোচনা সভা
রবিবার আরডিআরএস কার্যালয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আরডিআরএস বাংলাদেশ বীরগঞ্জ শাখা কার্যালয়ে ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। আরডিআরএস বাংলাদেশ সিড্স প্রকল্পের সোস্যাল মবিলাইজার প্রদীপ কুমার বর্ম্মনের সভাপতিত্বে রমজানের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন বীরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আবেদ আলী, উপজেলা সমাজসেবা অফিসার মতিয়ার রহমান, অনলাইন পত্রিকা বীরগঞ্জ প্রতিদিনের সম্পাদক আব্দুর রাজ্জাক, উপসহকারী কৃষি অফিসার আব্দুল মাজেদ, সহকারী শিক্ষা অফিসার রাসেদুজ্জামানস ী সিড্স প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিলেটর ফারহানা মাহ্মুদসহ বিভিন্ন পর্যায়ের সামাজিক ও পেশজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিশেষ মোনাজাত ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ