লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধরলা নদী থেকে পাথর উত্তোলন কাজে ব্যবহৃত ৮টি বোমা মেশিন সোমবার বিকেলে জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।
পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল হকের নেতৃত্বে গঠিত ভ্রাম্যমান আদালত উপজেলার বুড়িমারী ও শ্রীরামপুর ইউনিয়নের মাষ্টারপাড়া এলাকায় ধরলা নদী থেকে পাথর উত্তোলন অবস্থায় বোমা মেশিন পেয়ে সেগুলো জব্দ করে পুলিশের কাছে সোপর্দ করেন। ইউএনও রফিকুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত রয়েছে।’
পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘জব্দ মেশিন মালিকগুলোর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।’