একরামুল হক বেলাল, সিসিনিউজ: দিনাজপুরের পার্বতীপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে উপজেলা সমবায় ও পল্লী উন্নয়ন অফিসার কর্তৃক ব্যাপক দূর্নীতি ও অনিয়মের অভিযোগ প্রমানিত হয়েছে।
জানা যায়, পার্বতীপুরের উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির লিঃ (ইউসিসিএ)এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে) হাবড়া ইউনিয়নের উলিপুর গ্রামের মৃত্যু আলহাজ্ব আব্দুল করিম মন্ডল এর পুত্র আজিজুল ইসলাম উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হন। নির্বাচনে প্রতিদ্বন্ধি হিসাবে সাবেক সভাপতি ব্রক্ষোত্তর ডাঙ্গাপাড়া গ্রামের মৃত্যু ডাঃ সুলতান উদ্দিনের পুত্র ফরহাদুজ্জামান বুলু। নির্বাচন কমিটির সভাপতি উপজেলা সমবায় আফিসার আ স ম আব্দুর রশিদ, সদস্য আজগর আলী, সদস্য আবু জাফর ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসার বি এ এম হায়দার আলী কর্তৃক দূর্নীতি ও অনিয়মের মাধ্যমে যাচাই ও বাছাইকালে মনোনয়ন পত্রে সঠিক তথ্য প্রদর্শন করা হয়নি মর্মে বিভিন্ন অভিযোগে আজিজুল ইসলামের মনোনায়ন বাতিল করেন। সভাপতি পদে দুইজন প্রার্থী হওয়ায় আজিজুল ইসলমেন মনোনায়ন বাতিলের অজুহাতে সাবেক সভাপতি ফরহাদুজ্জামান বুলুকে গত ৩০ এপ্রিল বিনা প্রতিদ্ধন্দিতায় সমিতির সভাপতি হিসেবে ঘোষনা করেন।
এ কারনে প্রার্থী আজিজুল ইসলাম সমবায় সমিতির বিধিমালা,২০০৪ এর ২৯(১) বিধি মোতাবেক রংপুর বিভাগীয় সমবায় কার্যালয়ে ডিসপিউট মামলা নং ০২/২০১৪ দায়ের করেন। উপ-নিবন্ধক (বিচার)বিভাগীয় সমবায় অফিসার,রংপুর ডিসপিউট মামলাটি যাছাই বাছাই পূর্বক গত ০৭ জুলাই,১৪ দু’পক্ষকে নোটিশ প্রদান করেন। গত ৯ জুলাই শুনানীতে নির্বাচন কমিটির সভাপতির দূর্নীতি, আনিয়ম ও পক্ষপাতিত্বে কথা উল্লেখ্য করেন। আজিজুল ইসলামের মনোনায়ন পত্র বৈধ ঘোষনা করেন। এবং গত ৩০ এপ্রিল’১৪ পার্বতীপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির লিঃ এর ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদে পুনঃ নির্বাচন অনুষ্ঠানের নির্দেশ প্রদান করেন।
এ আদেশ জারীর পরও উপজেলা পল্লী উন্নয়ন অফিসার বি এ এম হায়দার আলী রহস্য জনক কারনে পুনারায় নির্বাচন ঘোষনা করছেন না। বিভিন্ন টালবাহানা করে দিনাতিপাত করছেন।