ঢাকা: ইরাক থেকে দেশে ফিরেছেন আরো ৩০ বাংলাদেশি শ্রমিক। মঙ্গলবার সন্ধ্যায় এয়ার এরাবিয়ান বিমান যোগে তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।
ইরাকে চলমান পরিস্থিতির প্রেক্ষাপটে এ সকল বাংলাদেশি মসুল ও তিকরিত শহরে অসহায় অবস্থায় বাংলাদেশে প্রত্যাবাসনের অপেক্ষায় ছিলেন।
ইরাকে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, এ প্রত্যাবাসনের পরে ইরাকের মসুল ও তিকরিতে আর কোন বাংলাদেশি নেই।