• বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ১১:২২ অপরাহ্ন |

আরডিএ মহাপরিচালকের বিরুদ্ধে প্রতারণা মামলা

New Rose Cafe, Saidpur

RDA-Bogra-pic-e1406207057124সিসিনিউজ: চাকরি দেয়ার নাম করে ৫ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) বগুড়ার ভারপ্রাপ্ত মহাপরিচালকসহ ৩ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের হয়েছে।

বৃহস্পতিবার বগুড়ার সিনিয়র স্পেশাল জজ আদালতে মামলাটি দায়ের করেন বগুড়ার শেরপুরের কলতাপাড়া গ্রামের আহসান হাবিব। আদালত মামলাটি তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশন (দুদক) বগুড়ার সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালককে নির্দেশ দেয়া হয়েছে।

মামলায় বগুড়া আরডিএর ভারপ্রাপ্ত মহাপরিচালক আব্দুল মতিন ছাড়াও আসামি করা হয়েছে সেচ ও পানি ব্যবস্থাপনা কেন্দ্রের পরিচালক মাহমুদ হোসেন খান ও পরিচালক নজরুল ইসলাম খানকে।

বাদী অভিযোগে উল্লেখ করেন, তিনি আরডিএতে ক্রেডিট মনিটর হিসেবে কর্মরত আছেন। অভিযুক্তরা বাদীকে রাজস্ব খাতে রিসার্স ইনভেস্টিগেটর পদে চাকরি দেয়ার কথা বলে সাত লাখ টাকা দাবি করে। পরবর্তীতে সাড়ে পাঁচ লাখ টাকায় মধ্যস্থতা হয়। গত ২০০৮ সালের ১৭ আগস্ট বাদী মহ্পারিচালকের কথা মত পরিচালক মাহমুদ হোসেন খানকে সাড়ে ৫ লাখ টাকা দেন। কিন্তু দীর্ঘ দিনেও বাদীকে ওই পদে চাকরি দিতে না পারায় বাদী টাকা ফেরত চান। এক পর্যায়ে চাপাচাপি করলে ২০১১ সালের ২৫ আগস্ট বাদীকে মিথ্যা অভিযোগের ভিত্তিতে সাময়িক বরখাস্ত  করা হয়। এরপর বাদীকে টাকা ফেরত ও চাকরিতে পুনর্বহাল করার আশ্বাস দিয়ে তালবাহানা শুরু করায় আদালতে মামলা দায়ের করা হয়। উৎস: বাংলামেইল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ