• বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৪:৩০ পূর্বাহ্ন |
শিরোনাম :

সিরাজগঞ্জে পুলিশ ও ডাকাত দলের মধ্যে গুলি বিনিময়

New Rose Cafe, Saidpur

Bondukসিরাজগঞ্জ : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার চৌরিয়াশিকা মহাসড়কে ডাকাতিকালে ডাকাত দলের সঙ্গে ডিবি পুলিশের গুলি বিনিময় হয়েছে। শনিবার ভোর রাত ৩ টার দিকে এ ঘটনা ঘটে।

দুই ডাকাতকে আটক করেছে পুলিশ। এর মধ্যে একজন গুলিবিদ্ধ। আটককৃতরা হলেন, সলঙ্গা থানার চৌরিয়াশিকা গ্রামের আব্দুস সালামের পুত্র মোত্তাকিন (২৪) এবং একই গ্রামের আবু বকরের পুত্র সবুজ (১৯)। এদের মধ্যে গুলিবিদ্ধ মোত্তাকিনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিরাজগঞ্জ ডিবি পুলিশের ওসি নাসির উদ্দিন জানান, মহাসড়কে পন্যবাহী ট্রাক থামিয়ে চালকদের নিকট থেকে নগদ অর্থ ও মোবাইল সেট লুটে নেয়ার সময় টহলরত ডিবি পুলিশের সাথে ডাকাত দলের গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এ সময় দু’ডাকাতকে আটক করা হলেও বাকীরা পালিয়ে যায়। আটককৃতদের কাছ থেকে ২টি ধারালো অস্ত্র, গুলিসহ একটি দেশীয় পাইপগান এবং দু’টি মোবাইল ও কিছু নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। আটককৃতদের মধ্যে একজনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অপরজনকে জিজ্ঞাসাবাদ চলছে। তবে এ ঘটনায় পুলিশের কোন সদস্য আহত হননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ