নীলফামারী প্রতিনিধি: দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নীলফামারীর ডিমলা উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে জেলা ছাত্রলীগ। মঙ্গলবার রাতে জেলা ছাত্রলীগের সভাপতি সজল কুমার ভৌমিক ও সাধারণ সম্পাদক নোহেল রানা স্বাক্ষরিত এক প্রেস নোটে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
প্রেস নোটে জানানো হয়, দীর্ঘদিন যাবত ডিমলা উপজেলা ছাত্রলীগের কোন সাংগঠনিক কর্মকান্ড নেই। উপরন্তু উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক উত্তম কুমার রায় এককভাবে বিভিন্ন ইউনিয়ন কমিটি গঠন শুরু করেন যা দলীয় শৃঙ্খলা ভঙ্গের শামিল। এছাড়াও কমিটির অধিকাংশ নেতাকর্মী বিবাহ ও অছাত্র বলেও উল্লেখ করা হয় প্রেসনোটে।
উররোক্ত কারণে জেলা ছাত্রলীগের এক জরুরী সভায় ডিমলা উপজেলা শাখা ছাত্রলীগের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ২৩ সেপ্টেম্বর ১০১৪ থেকে বিলুপ্ত করা হলো। এছাড়াও যেসব ইউনিয়নে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে তা বাতিল করে পূর্বের সকল কমিটি পূণঃবহাল থাকবে বলে জানানো হয় প্রেস নোটে।
বিষয়টি নিয়ে কথা বলার জন্য ডিমলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক উত্তম কুমার বলেন, কমিটি বিলুপ্তির বিষয়ে আমি কিছু জানিনা। আর ইউনিয়ন কমিটিগুলো কারো একক সিদ্ধান্তে নয় গঠনতন্ত্র মোতাবেক গঠন করা হয়েছে।
তবে ছাত্রলীগের সভাপতি মহিকুল ইসলাম মুক্তি বলেন, দলের সাধারণ সম্পাদক উত্তম কুমার রায়ের একনায়কতন্ত্র, স্বেচ্ছাচারিতা ও সংগঠন বিরোধী কার্যকলাপের জন্য আমাদের ইউনিটের এ করুণ পরিণতি। তিনি আরো বলেন, জেলা কমিটির সিদ্ধান্ত আমাদের মেনে নেয়া উচিৎ।
জেলা ছাত্রলীগের সভাপতি সজল কুমার ভৌমিক বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জেলা কমিটির এক জরুরী সভায় ডিমলা উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে।