• শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৫:২৭ পূর্বাহ্ন |

ছাত্রীর সঙ্গে শিক্ষকের অশ্লীল আচরণের জের ধরে বিদ্যালয়ে তালা

school  news photoফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে ওই বিদ্যালয়ের শরীরর্চচা শিক্ষক একরামুল হকের অশ্লীল ও অনৈতিক আচরণের জের ধরে এলাকার প্রতিবাদী ছাত্র-জনতা বিদ্যালয়ের অফিস রুম সহ শ্রেণিকক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে। অন্যদিকে দায়ী শিক্ষকসহ তিন জনকে অপসারণের দাবীতে ম্যানেজিং কমিটির সদস্য এবং প্রধান শিক্ষককে এক ঘন্টা ব্যাপী অবরুদ্ধ করে রাখে। পরে  তাৎক্ষণিকভাবে দায়ী শিক্ষককে সাময়িক বরখাস্তের ঘোষনা দিলে অবরোধ তুলে নেয়।
মেয়েটির বাবার লিখিত অভিযোগে জানা যায়, ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে উপজেলা স্কাউট দুই দিন ব্যাপী (১৯ ও ২০ ডিসেম্বর/১৪) ’বিদ্যুৎ ক্যাম্পের’ আয়োজন করে। অনুষ্ঠানের সমাপনি দিবসে তাঁবু জলসা শেষে ওই বিদ্যালয়ের দুই ছাত্রীকে বাড়িতে পৌছে দেওয়ার নাম করে অভিযুক্ত শিক্ষক নিজের মাস্টার পাড়ার বাসায় নিয়ে আসেন। বাসায় টিভি(টেলিভিশন) দেখার ফলে রাত গভীর হলে মেয়ে দুইজনকে তিনি বাসায় রেখে দেন এবং এক পর্যায়েতাদের সঙ্গে অশ্লীল ও অনৈতিক আচরণ করে কাউকে না বলার জন্য হুমকি দেন। ভীত সন্ত্রস্ত মেয়ে দুজন কোনোমতে বাসায় বাকী রাত কাটিয়ে বাড়িতে ফিরে আসে। পরের দিন তারা বিষয়টি প্রধান শিক্ষক মোরশেদ আলমকে জানালে তিনিও বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য তৎপর হয়ে ওঠেন। পরে মেয়ে দুটির অস্বাভাবিক আচরণের কারনে বিষয়টি জানাজানি হলে ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা  বিক্ষুদ্ধ হয়ে ওঠে এবং স্কুল কর্তৃপক্ষের কাছে অভিযুক্ত শিক্ষকের বিচার দাবী করে। কিন্ত কর্তৃপক্ষ বিচার না করে ওই শিক্ষকের পক্ষাবলম্বন করলে জনতা মারমুখী হয়ে ওঠে।এ ব্যাপারে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক  ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করে তিন সদস্যের তদন্ত টিম গঠন করা হয়েছে।বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হাবিবুর রহমান পোদ্দার বাবু জানান, তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ