ঢাকা : পুরনো ঢাকায় জেলা প্রশাসকের কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে আগুন প্রসারিত হওয়ার আগেই অফিস স্টাফরা আগুন নিয়ন্ত্রণ নিয়ে এসেছে।
মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মোহাম্মদ আলী তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জেলা প্রশাসকের কার্যালয়ের একটি বৈদ্যুতিক বোর্ডে শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অফিস স্টাফরা আগুন নিয়ন্ত্রণে আনে।