• রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৬:১২ পূর্বাহ্ন |

জয়পুরহাটে রেললাইন উপড়ে ফেলায় ট্রেন চলাচল বন্ধ, আটক ২

RAIL_LINEজয়পুরহাট: জয়পুরহাট সদর উপজেলার উড়িব্রিজের কাছে ৩৬ ফুট রেললাইন উপড়ে ফেলায় রাজশাহী-ঢাকা রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটেছে।

এদিকে সদর উপজেলার পুরানাপৈল এলাকায় রাত ৯টার দিকে রেললাইনে নাশকতা চেষ্টার সময় অস্ত্রসহ ২ শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ। আটক শিবিরকর্মীরা হলেন- জয়পুরহাট সদর উপজেলার জলাটুল গ্রামের শফিকুল ইসলামের ছেলে সেলিম রেজা (১৫) ও একই গ্রামের গোলাম মোস্তফার ছেলে শাকিল হোসেন (১৬)।

জয়পুরহাট স্টেশন মাস্টার নুরুল ইসলাম জানান, উড়িব্রিজের কাছে ৩৬ ফুট রেললাইন উপড়ে ফেলায় জয়পুরহাটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

এ ঘটনার খবর পেয়ে হিলি থেকে ‘বরেন্দ্র এক্সপ্রেসে’ মেরামতের সরঞ্জামসহ একটি দল আসছে। মেরামত করতে কত সময় লাগবে তা জানাতে পারেননি তিনি।

জয়পুরহাট পুলিশ সুপার আবু কালাম সিদ্দিক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রেললাইনে বড় ধরনের নাশকতা সৃষ্টির লক্ষে ওই স্থানে শিবিরকর্মীরা একত্রিত হচ্ছিল।

পুলিশ ওই এলাকায় গিয়ে তাদের ধাওয়া করে দেশিয় তৈরি একটি বড় হাসুয়াসহ ২ জনকে আটক করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ