ঢাকা : ঢাকা আরিচা মহাসড়কের ধামরাইয়ের জয়পুরা বাসস্ট্যান্ডে বাস, ট্রাক ও প্রাইভেটকারের ত্রিমূখী সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো ১০ জন।
শুক্রবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা সকলে প্রাইভেটকারের যাত্রী এবং সকলেই ইজতেমার উদ্দেশ্যে ঢাকায় এসেছিলেন বলে জানা যায় । তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি ।
গাবতলী থেকে মানিকগঞ্জগামী একটি বাস, মানিকগঞ্জ থেকে ইজতেমার উদ্দেশ্যে ঢাকা আসা একটি প্রাইভেটকার এবং ধামরাই থেকে আগত একটি বালুর ট্রাক জয়পুর বাসস্ট্যান্ডের কাছে আসলে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে । এতে ৩ যাত্রী নিহত হয় এবং আহত হয় আরো ১০ জন ।
ধামরাই থানার ওসি ফিরোজ তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন । –