• শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৬:২২ পূর্বাহ্ন |

দিনাজপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে র‌্যালী

Primary Education Week Newsদিনাজপুর প্রতিনিধি : জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৫ উদযাপন উপলক্ষে দিনাজপুর প্রাথমিক শিক্ষা বিভাগের বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয় হতে র‌্যালি বের শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বালুবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। র‌্যালির নেতৃত্ব দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী।
র‌্যালী শেষে বালুবাড়ী প্রাথমিক বিদ্যালয় হলরুমে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক সরাসরি শিক্ষা সপ্তাহের উদ্বোধন ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান সম্প্রচার করা হয়।  র‌্যালীতে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. তৌফিক ইমাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. একরামুল হক, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইফুজ্জামান, সমেশ মজুমদার, প্রাথমিক শিক্ষক সমিতি দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও বালুবাড়ী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেতারা বেগমসহ শহরের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসের অন্যান্য কর্মকর্তাসহ প্রায় সহস্ত্রাধিক লোক র‌্যালীতে অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ