• শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৬:৪৯ পূর্বাহ্ন |

নীলফামারীতে প্রতিবন্দ্বিদের মাঝে ছাত্রলীগের কম্বল বিতরণ

Nil-1সিসি নিউজ: নীলফামারীতে শীতার্ত অসহায় প্রতিবন্দ্বিদের মাঝে কম্বল বিতরণ করেছে জেলা ছাত্রলীগ। রোববার সকালে প্রতিবন্দ্বি সেবা ও সাহায্য কেন্দ্র জেলা কার্যালয়ে প্রতিবন্দ্বিদের হাতে কম্বল তুলেদেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি।
জেলা প্রতিবন্দ্বি বিষয়ক কর্মকর্তা মিঠুন চক্রবর্তীর সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএএম রফিকুন্নবী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেত আলী, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভা মেয়র দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সস্পাদক ও জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মমতাজুল হক, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, জেলা ছাত্রীগের সভাপতি সজল কুমার ভৌমিক এবং সাধারণ সম্পাদক নোহেল রানাসহ জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা জেলা প্রতিবন্দ্বি কর্মকর্তা মিঠুন চক্রবর্তী জানান, নীলফামারী জেলা ছাত্রলীগের অর্থায়নের ও  জেলা প্রতিবন্দ্বি সেবা ও সাহায্য সংস্থার সহযোগীতায় সদর উপজেলার একশত পঞ্চাশ জন প্রতিবন্দ্বিদের মাঝে উন্নত মানের কম্বল বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ