• শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৫:৫০ পূর্বাহ্ন |

রাজারহাটে শিক্ষা সপ্তাহ উপলক্ষে দু’দিন ব্যাপি মেলা শুরু

Rajarhat Pic-19-01-2015-1রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাট উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা বিভাগের যৌথ আয়োজনে জাতীয় শিক্ষা সপ্তাহ’২০১৫ উপলক্ষে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দু’দিন ব্যাপি শিক্ষা মেলা, মিনা প্রদর্শনী’র উদ্বোধন করা হয়েছে। সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল হাশেমের নেতৃত্বে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রাজারহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গিয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আকতারি পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল হাশেম। বিশেষ অতিথি ছিলেন-কুড়িগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার রায়, ভাইস চেয়ারম্যান মো. কফিল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী লায়লা বিথী ও সদর ইউপি চেয়ারম্যান মো. এনামুল হক। পরে প্রধান অতিথি রাজারহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দু’দিনব্যাপি মেলার ফিতা কেটে উদ্বোধন করেন। উক্ত মেলায় ১০টি ষ্টল স্থান পেয়েছে।

রাজারহাটে পুলিশ-বিজিবি প্রহরায় যান চলাচল
২০ দলীয় জোটের ডাকা অনির্দ্দিষ্টকালের  অবরোধের শুরু থেকে রাজারহাটের উপর দিয়ে কুড়িগ্রাম সদরসহ ৯টি উপজেলার একমাত্র যান চলাচলের রুট হিসেবে ব্যবহার করা হচ্ছে। সূত্রে জানা যায়,  কুড়িগ্রাম জেলার সব ধরণের যান চলাচল করছে রাজারহাট দিয়ে। অবরোধের পর থেকে আরকে সড়কটি লালমনিরহাট সদরের বড়বাড়ীহাট শিঁমুলতলা নামক স্থানে অবরোধকারীদের কঠোর অবস্থান থাকায় ওই সড়ক দিয়ে কুড়িগ্রাম জেলার ঢাকা-চট্টগ্রাম-রংপুরগামী সব ধরণের যান চলাচল বন্ধ রয়েছে। এ দিকে রোববার রাত সোয়া ১০টার দিকে কুড়িগ্রাম থেকে রাজারহাটগামী দু’টি পণ্যবাহী ট্রাক লক্ষ্য করে দূর্বৃত্তরা ইট-পাথর দিয়ে ঢিল মারলে ট্রাক দু’টির গ্লাস ভেঙ্গে যায়। এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুর রশিদ বলেন, ঘটনাটি এখনো শুনিনি, তদন্তপুর্বক ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান পরিচালনা করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ