• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৫:০২ অপরাহ্ন |
শিরোনাম :

মাথায় বল নিয়ে ১২০০ মাইল

Ball-1421831888সিসি ডেস্ক : দেশে শান্তি ফেরাতে মাথায় বল নিয়ে ১২০০ মাইল দৌড়ালেন মেক্সিকোর বাসিন্দা হুয়ান মারকুয়েজ নিয়েতো। বেশ কয়েক বছর ধরেই মেক্সিকো জুড়ে চলছে হিংসা, মারামারি, খুনোখুনি। এর প্রতিবাদে আন্দোলনে নেমে ছিলেন মেক্সিকোর এই নাগরিক। কিন্তু সেভাবে সাড়া পাচ্ছিলেন না তিনি। আর তাই আন্দোলনের অস্ত্র হিসাবে তুলে নিলেন দেশের সবচেয়ে প্রিয় জিনিস ‘ফুটবল’।

ফুটবল মাথায় নিয়ে ঘোরার সিদ্ধান্ত নিলেন হুয়ান মারকুয়েজ নিয়েতো। উদ্দেশ্য একটাই দেশে শান্তির ডাক সবার কাছে পৌঁছে দেওয়া। ২০১৪ সালের ২৩ নভেম্বর শুরু হয় ফুটবল মাথায় নিয়ে মেক্সিকোর দক্ষিণ পশ্চিম উপকূল প্রান্ত থেকে তার অভিযান।

এরপর দেশের সব গুরুত্বপূর্ণ শহরগুলো ঘুরে রাজধানী মেক্সিকো সিটিতে এসে পৌঁছান হুয়ান। ততক্ষণে বল মাথায় নিয়ে তার ১২৪৩ মাইল ঘোরা সম্পন্ন হয়েছে। মেক্সিকোয় তো অবশ্যই হুয়ানের ৫৭ দিনের এই বল মাথায় অভিযান নিয়ে তুমুল সাড়া পড়েছে বিশ্বজুড়ে।

তথ্যসূত্র : জি নিউজ

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ