আন্তর্জাতিক ডেস্ক: পাঁচ বছরের জন্য রাজনীতি থেকে নিষিদ্ধ হলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা।
চালের ভর্তুকি নিয়ে দুর্নীতির অভিযোগে দেশটির পার্লামেন্ট শুক্রবার তাকে অভিসংশন করেন। ২শ’ ১৯ জন আইনপ্রণেতার মধ্যে ১৯০ জন অভিশংসনের পক্ষে ভোট দেন।
শুক্রবার সকালে এ খবর জাতীয় টেলিভিশনে সম্প্রচার করা হয়। অভিসংশনের কারণে সিনাওয়াত্রা পরবর্তী পাঁচ বছর আর রাজনীতি করতে পারবেন না। তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগে মামলা করা হবে বলেও জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল।
অভিসংশন প্রস্তাবে তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে বিশ্ববাজারের চেয়ে বেশি দামে কৃষকদের কাছ থেকে চাল কেনার অভিযোগ আনা হয়। এর আগে সেনাবাহিনী তাকে ক্ষমতাচ্যুত করে।