• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০১:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :
তাপপ্রবাহ নিয়ে ৭২ ঘণ্টার সতর্কতা আবহাওয়া অধিদপ্তরের উত্তরের চার জেলার সাথে রংপুরের বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা খানসামায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত ফুলবাড়ীতে প্রাণিসম্পদ প্রদর্শনীতে ৩৯টি স্টলে উন্নত জাতের পশু-পাখি প্রদর্শন নীলফামারীতে প্রানি সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শণী শুরু ক্ষেতলালে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ‍্যে হাতাহাতি  সড়ক দূর্ঘটনায় সংগীত শিল্পী পাগল হাসানসহ নিহত ২ পরীমণিকে আদালতে হাজির হতে সমন জারি দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, জনজীবন বিপর্যস্ত কারারক্ষী ও নারী কয়েদির অনৈতিক সম্পর্ক: নারী হাজতিকে মারধরের অভিযোগ

দিনাজপুর জেলা শিক্ষা অফিসারকে সম্বর্ধনা প্রদান

Education Officer Pic 26-01-2015দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর জেলা শিক্ষা অফিসার মোঃ এনায়েত হোসেন জেলার সেরা সরকারী কর্মকর্তা নির্বাচিত হওয়ায় শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শরীর চর্চা শিক্ষকদের পক্ষ থেকে সম্বর্ধনা দেয়া হয়েছে।
সোমবার বিকেলে চাউলিয়াপট্টিস্থ শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মোঃ এনায়েত হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয়ের (বাংলা স্কুল) প্রধান শিক্ষক মোঃ সমসের আলী, চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ মকবুল হোসেন, ক্রিসেন্ট কিন্ডার গার্টেন স্কুলের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ, দিনাজপুর জিলা স্কুলের শরীর চর্চা শিক্ষক মোঃ মতাহার-উল-আলম, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষক রওশন আরা ছবি, চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল ও কলেজের শরীর চর্চা শিক্ষক মোঃ ওবায়দুর রহমান, ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষক মোঃ মশিউর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলুর রহমান, জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বুনু বিশ্বাস, সহকারী প্রধান শিক্ষক আকরাম হোসেন বাবলু, জিলা স্কুলের শরীর চর্চা শিক্ষক মোঃ সহিদুল ইসলাম, ক্রিসেন্ট কিন্ডার গার্টেন স্কুলের শরীর চর্চা শিক্ষক নাজনিন আরা, ওয়াজিফা সামাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষক হাজেরা খাতুন, আস্করপুর মনসুর হাজী দাখিল মাদ্রাসার শরীর চর্চা শিক্ষক মোঃ মোতাহার হোসেনসহ বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষা অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ জেলা শিক্ষা অফিসার মোঃ এনায়েত হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় তিনি তাঁর পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানান এবং তাঁর এই বিরল সম্মাননার জন্য জেলার সকল শিক্ষকদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে বলে কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ