সিসি নিউজ: হরতাল-অবরোধ প্রত্যাহারের দাবিতে নীলফামারীতে মানববন্ধন করেছে ছাত্র-শিক্ষক-অভিভাবক পরিষদ।
রোববার দুপুরে শহরের স্বাধীনতা অম্লাণ স্মৃতি চত্বরের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষক-শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ অংশ নেন।
ছাত্র-শিক্ষক-অভিভাবক পরিষদের আহবায়ক ও মশিউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ সারোয়ার মানিকের সভাপতিত্বে সমাবেশে বক্তৃব্য রাখেন, অভিভাক মোস্তফা জামাল, নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ লায়লা আরজুমান্দ বানু, নীলফামারী সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এ টিএম গোলাম মোস্তফা চৌধুরী,পলাশবাড়ি ডিগ্রী কলেজের অধ্যক্ষ আনিস-উজ-জামান রুমী, শিক্ষক নেতা মমতাজ উদ্দিন আহমেদ, চওড়াবড়গাছা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক মজিবুল হাসান চৌধুরী শাহিন, স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মৃণাল কান্তি রায়, কুন্দুপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোকা রাম রায়, কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী শাহরিয়ার রহমান, ছমির উদ্দিন স্কুল এন্ড কলেজের পরীক্ষার্থী সাথী আক্তার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, বাংলাদেশ শিক্ষক সমিতি নীলফামারী জেলা শাখার সভাপতি মোজাহারুল হক, পৌর আওয়ামী লীগের সভাপতি মোশফিকুল ইসলাম রিন্টু প্রমুখ।
মানববন্ধন চলাকালে বাংলাদেশ শিক্ষক সমিতি, স্বাধীনতা শিক্ষক সমিতি, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, বাংলাদেশ অনলাইন অ্যাকটিভিস্ট ফোরামসহ কয়েকটি সংগঠন এ দাবির সাথে সংহতি প্রকাশ করে কর্মসূচিতে যোগ দেন।
বক্তারা এসএসসিসহ সকল পরীক্ষা চলাকালে হরতাল-অবরোধের মতো ধ্বংসাতœক কর্মসূচী প্রত্যাহারের জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহবান জানান।