ঢাকা : লাগাতার অবরোধ ও হরতালে নাশকতার মাধ্যমে ৪২ জনকে হত্যার অভিযোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
সোমবার সকালে মহানগর হাকিম আতাউর রহমানের আদালতে জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী মামলাটি দায়ের করেন।
আদালত মামলাটি আমলে নিয়েছেন। তবে মামলার শুনানি পরে হবে বলে আদালত সূত্রে জানা গেছে।
মামলার অন্যান্য আসামিরা হলেন: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড.এমাজ উদ্দিন আহমেদ।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার গুলশান কার্যালয়ে ৫ জানুয়ারি বিকেল ৫টায় সারাদেশে শান্তিপূর্ণ অবরোধ পালনের ঘোষণা দেন এবং এরপর দফায় দফায় হরতালের আহ্বান করেন। এ কর্মসূচির ঘোষণার পর থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত সারাদেশে অগ্নিদগ্ধ হয়ে ৪২ মারা গেছেন এবং সরকারের কোটি কোটি টাকা ক্ষতি হয়েছে।