• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৩:৩৮ অপরাহ্ন |

জলঢাকা উপজেলা নির্বাহী অফিসার অবরুদ্ধ

Jaldhaka  pic4জলঢাকা প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় বুধবার ‘একটি বাড়ী একটি খামার প্রকল্প’ সমিতির টাকা বিতরনে দুর্নীতির অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান হাবিবকে তার নিজ কার্যালয়ে ২ ঘন্টা অবরুদ্ধ করে স্থানীয় যুবলীগের নেতাকর্মীরা। পরে উপজেলা যুবলীগ আহবায়ক সারোয়ার হোসেন সাদের ও ছাত্রলীগ সভাপতি নলনী বিশ্বাস জয়ের হস্তক্ষেপে উত্তেজিতদের হাত থেকে রক্ষা পায় উপজেলা নির্বাহী কর্মকর্তা। আন্দোলনকারীদের অভিযোগে জানা যায়, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) জলঢাকা কর্তৃক পরিচালিত প্রকল্প একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মাহফুজার রহমানের বিরুদ্ধে ২০১৩-১৪ অর্থ বছরের সমিতির টাকা বিতরণে দুর্নীতির অভিযোগে আজ বুধবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ইউএনও’র কার্যালয় ঘেরাও করে ও ইউএনও’কে অবরুদ্ধ করে রাখা হয়। একটি বাড়ি একটি খামার প্রকল্পের সাথে জড়িতদের অভিযোগ, সমিতির মাধ্যমে প্রতিটি ওয়ার্ডের সভাপতি ও ম্যানেজারকে মাসিক সম্মানী বাবদ ৬শ টাকা করে ৬ মাস পর ৩ হাজার ৬শ টাকা দেওয়ার কথা। উপজেলার ১১টি ইউনিয়নের ৯৫টি সমিতির সভাপতি ও ম্যানেজারগণ এ সব টাকা পাবেন। তিনি তা না দিয়ে প্রতিটি ওয়ার্ডের সভাপতি ম্যানেজারকে ২ হাজার আবার কাউকে ১ হাজার ৬শ টাকা করে দিয়ে ৩ হাজার ৬শ টাকার স্থলে স্বাক্ষর নেয়। এর প্রতিবাদ করলে বলা হয় অফিস খরচ বাবদ বাকি টাকা কর্তন করা হয়েছে। একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মাহফুজার রহমান টাকা বিতরনের অনিয়মের বিষয়টি অস্বীকার করেন। এ ব্যাপারে জলঢাকা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বদরুদ্দোজার সাথে তার কার্যালয়ে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। এ ব্যাপারে বিষয়ে অবরুদ্ধ উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান হাবিব এর সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া না যাওয়ায় তার বক্তব্য জানা যায় নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ