বিনোদন ডেস্ক: বলিউডের অন্যতম আবেদনময়ী অভিনেত্রী দিয়া মির্জা প্রযোজনার পর এবার সিনেমা পরিচালনা করতে চলেছেন । তবে সিনেমার নাম কি হবে তা কখনও ঠিক করা হয়নি।
জানা গেছে, কাহিনী শুনে খুবই উৎসাহিত দিয়া। তখনই তিনি ঠিক করে নিয়েছেন এই সিনেমাটি তিনি পরিচালনা করবেন। এই সম্পর্কে দিয়া বলেছেন,গল্পটি এতো সুন্দর যে এটা নিয়ে কাজ করার লোভ সামলাতে পারলাম না। তবে পুরনো কেউ নয় এই ছবির জন্য তিনি দরকার নতুন মুখ। নতুন মুখ দিয়েই পরিচালনায় সার্থকতা আনতে চান দিয়া। তবে অনেক ছবিতে প্রযোজনা করলেও এই প্রথম পরিচালকের ভূমিকায় আসতে চলেছেন দিয়া মির্জা।