• শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৬:২৪ পূর্বাহ্ন |

দিনাজপুর বোর্ডে ইংরেজী পরীক্ষায় বহিষ্কার ৯, অনুপস্থিত ১৭৫

Bohiskarদিনাজপুর: দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে চলতি এসএসসি পরীক্ষার ইংরেজী প্রথম পত্রে নকলের দায়ে নয় পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া এদিন ১৭৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

শুক্রবার অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় এক লাখ ১২ হাজার ৩৭২ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ১৭৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

বহিষ্কৃতদের মধ্যে রংপুরে তিন জন, নীলফামারীতে এক জন, কুড়িগ্রামে দুই জন, ঠাকুরগাঁওয়ে দুই জন ও গাইবান্ধায় এক জন।

দিনাজপুর শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রয়ক মো. আরিফুল ইসলাম জানান, চলতি এসএসসি পরীক্ষায় দিনাজপুর বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ ১২ হাজার ৫৪৭ জন।

তবে পরীক্ষা চলাকালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পরীক্ষা কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল অব্যাহত ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ