• রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৬:২৫ পূর্বাহ্ন |

প্রতীকী লাশ নিয়ে গুলশানে এমপি লতিফ

Gulsanসিসি নিউজ: প্রতিকী লাশ নিয়ে খালেদা জিয়ার গুলমান কার্যালয় ঘেরাও করতে এসেছিলেন চট্টগ্রাম ১১ আসনের সংসদ সদস্য এম এ লতিফ।
শনিবার দুপুর দেড়টার দিকে গুলশানের রাজনৈতিক কার্যালয় ঘেরাও করতে এসে ৮৬ নম্বর রোডের মাথায় সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলেন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে  তিনি বলেছেন, জনগণ চাইলে আপনি ক্ষমতায় যাবেন। গণহত্যা কোন রাজনৈতিক কর্মসূচি নয়। পেট্রল মেরে মানুষ মারা থেকে সরে আসুন।
এসময় তারা কয়েকটি প্রতীকী লাশ নিয়ে এসেছিলেন।
তিনি বলেন, আপনি যদি গণতন্ত্রিক দলের নেত্রী হন তাহলে দেশ, জনগণ ও দেশের অর্থনীতির কথা চিন্তা করে এসব থেকে সরে আসুন।
তিনি অভিযোগ করে বলেন, খালেদা জিয়া গণতান্ত্রিক নেত্রী হয়ে স্বাধীনতাবিরোধীদের সঙ্গে নিয়ে সাধারণ জনগণের উপর হামলা চালাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ