• রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৫:২০ পূর্বাহ্ন |

অভিজিৎ হত্যাকারীর বিচারের দাবিতে রংপুরে মানববন্ধন

20150302_112651রংপুর: বিজ্ঞান লেখক ও মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায় এর উপর বর্বরোচিত হত্যার প্রতিবাদে সোমবার ১১টায় প্রেসক্লাবের সামনে মানববন্ধন সমাবেশ করেন বিজ্ঞান আন্দোলন মঞ্চ রংপুর জেলা শাখা। মানববন্ধনে বিভিন্ন প্রগতিশীল শিক্ষক, সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বিজ্ঞান আন্দোলন মঞ্চ এর সদস্য রুহুল আমিন এর পরিচালনায় সভাপতিত্ব করেন জেলা সংগঠক সাদেক হোসেন। বক্তব্য রাখেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনা, অধ্যাপক মোজাহার আলী, ঘাতক দালাল নির্মূল কমিটির সহ-সভাপতি অধ্যাপক আব্দুস সোবাহান, মুক্তিযোদ্ধা মোজাফ্ফর হোসেন চাঁদ, শিক্ষক সমিতির সাবেক সভাপতি বনমালী পাল, সিপিবির শাহাদাত হোসেন, উদীচীর জেলা সাধারণ সম্পাদক কাফী সরকার, বাসদের আব্দুল কুদ্দুস, প্রকৌশলী সাংবাদিক ফোরামের জেলা সমন্বয়ক মহিউদ্দিন মখদুমী, মুক্তিযোদ্ধা কৃষিবীদ শহীদুর রহমান, মুক্তিযোদ্ধা এ্যাড. ইলিয়াস আহমেদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা সদস্য মোসলেহ উদ্দিন, কারমাইকেল কলেজের সভাপতি আব্দুল মালেক, বেরোবির যুগেশ ত্রিপুরা উদীচীর আসাদুজ্জামান শুভ প্রমূখ।

বক্তারা বলেন, অভিজিৎ রায়ের হত্যাকান্ডের মধ্যে দিয়ে সরকার আবারো প্রমাণ করলো সাম্প্রদায়িক ও মৌলবাদ ঠেকাতে ব্যর্থ। সরকার একদিকে অসাম্প্রদায়িকতার কথা বলে অন্যদিকে সাম্প্রদায়িক রাজনীতি বহাল রেখে যুক্তিবাদি ও বিজ্ঞানমনষ্ক মানুষকে হত্যার জায়গা তৈরি করছে। বক্তাগণ জামাত-শিবিরসহ মৌলবাদী রাজনীতি নিষিদ্ধ এবং বিজ্ঞান লেখক অভিজিৎ রায়ের হত্যাকান্ডের ঘটনায় পুলিশ ও নিরাপত্তা বাহিনীর গাফিলতির বিষয়টিও তদন্তের দাবি জানান। সেইসাথে অধ্যাপক হুমায়ন আজাদ, ব্লগার রাজিব হায়দার, অধ্যাপক ড. আবু তাহের, ড. ইউনুস, অধ্যাপক ড.এ কে এম শফিউল আলম হত্যার বিচারের দাবিও জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ