সিলেট: সিলেট সদর উপজেলার শাহ খুররম ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি হেলাল আহমদ মাছুমকে আটক করেছে পুলিশ।
মিছিলের প্রস্তুতিকালে বুধবার বিকেল ৪টায় শহরতলীর টুকেরবাজার তেমুখী এলাকা থেকে জালালাবাদ থানা পুলিশ তাকে আটক করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চলমান হরতাল ও অবরোধের সমর্থনে এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গ্রেপ্তারি পরোয়ানা বহাল রাখার প্রতিবাদে শহরতলীর টুকেরবাজার তেমুখী এলাকায় মিছিল করার জন্য ছাত্রদল নেতাকর্মীরা জড়ো হয়। খবর পেয়ে জালালাবাদ থানার পুলিশ গিয়ে ছাত্রদল নেতাকর্মীদের ধাওয়া করে।
এসময় শাহ খুররম ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি হেলাল আহমদ মাছুমকে আটক করে পুলিশ।
মাছুমকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন।