ঢাকা: রাজধানীর হাজারীবাগ থানা এলাকার জিগাতলায় আওয়ামী লীগের প্রবীণ নেতা, সাংসদ সুরঞ্জিত সেনগুপ্তের বাসায় ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাত সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত সোয়া ৮টার দিকে দুই মোটরসাইকেল আরোহী সুরঞ্জিত সেনগুপ্তের জিগাতলার বাসার ভেতরে পর পর দুটি ককটেল নিক্ষেপ করে দ্রুত সটকে পড়ে। ককটেল দুটি বাসার ভেতর তাৎক্ষণিকভাবে বিস্ফোরিত হলেও এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
হাজারীবাগ থানার এসআই সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্বৃত্তদের গ্রেফতারে জোর চেষ্টা চলছে বলেও জানান তিনি।