• বুধবার, ০১ মে ২০২৪, ১২:৩৫ পূর্বাহ্ন |

মিঠাপুকুরে দুই জামায়াত নেতা গ্রেপ্তার

মিঠাপুকুর থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম জানান, সোমবার দুপুরে উপজেলার এনায়েতপুর দাখিল মাদ্রাসা থেকে সুপার হারুন অর রশীদকে এবং উপজেলা সদরের ডিসির মোড় থেকে কাফ্রিখাল ইউনিয়ন পরিষদ সদস্য ফখরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এরা দুজনই উপজেলা জামায়াতের সদস্য।

পরিদর্শক নজরুল জানান, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর মিঠাপুকুর উপজেলা সদরে ব্যাপক তাণ্ডব চালায় জামায়াত-শিবির। তারা বেশকিছু যানবানহ ভাংচুর ও উপজেলা আওয়ামী লীগ কার্যালয় পুড়িয়ে দেয়। এসময় সংঘর্ষে সাত জন নিহত হয়।

ওই ঘটনায় পুলিশ ও আওয়ামী লীগের পক্ষ থেকে দায়ের করা তিনটি মামলার আসামিদের মধ্যে রয়েছেন হারুন অর রশীদ ও ফখরুল ইসলাম।

নজরুল আরও জানান, ওই সময় থেকে তারা পলাতক ছিলেন। তাদের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ