• বুধবার, ০১ মে ২০২৪, ০২:০৫ পূর্বাহ্ন |

দিনাজপুরে জেলা বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা

Police Picদিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে জেলা বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) দিনাজপুর পুলিশ লাইন্স ময়দানে জাতীয় পতাকা উত্তোলন, ফেস্টুন-বেলুন, কবুতর উড়িয়ে ও খেলার মশাল প্রজ্জলন করে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি পুলিশের রংপুর রেঞ্জ’র (ভারপ্রাপ্ত) ডিআইজি মোঃ হুমায়ুন কবির। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইজির সহধর্মিনী মিসেস ফারহান কবির।
দিনাজপুর পুলিশ সুপার মোঃ রুহুল আমিন’র সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে ছিলেন দিনাজপুর বিজিবি’র সেক্টর কমান্ডার কর্ণেল হ্লা হেন মং, বিজিবি-২ এর অধিনায়ক লে. কর্ণেল জামাল হোসেন, ঠাকুরগাঁও’র পুলিশ সুপার আব্দুর রহিম শাহ চৌধুরী, দিনাজপুর র‌্যাব-১৩’র সহকারী পরিচালক এএসপি মোঃ মঞ্জুরুল আলম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশিষ্ট শিল্পপতি সহিদুর রহমান পাটোয়ারী মোহন, সিনিয়র জেলা তথ্য অফিসার আবুল কালাম মোহাম্মদ সামসুদ্দিন, সাংবাদিকবৃন্দ, দূদকের উপ-পরিচালক, এনএসআই’র (জাতীয় গোয়েন্দা সংস্থা) সহকারী পরিচালক, অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জয় সরকার, জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, ১৩ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ অন্যান্য আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন। পরে অনুষ্ঠানে প্রধান অতিথি ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন। সন্ধ্যায় একই স্থানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ