• শুক্রবার, ০৩ মে ২০২৪, ০১:৩২ পূর্বাহ্ন |

আব্বাসসহ ৩৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

Abbasসিসি নিউজ : ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও হত্যার অভিযোগে রামপুরা থানায় দায়ের করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ৩৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে রামপুরা থানার এসআই মো. মামুনুর রশিদ অভিযোগপত্রটি সাধারণ শাখায় (জিআর)  দাখিল করেন। পরে তা ঢাকা মহানগর হাকিম এস এম আশিকুর রহমানের আদালতে উপস্থাপন করা হয়।

এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমান ও সালাহ উদ্দিন আহমেদসহ ৩৭ জনের নাম উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, ২০১৩ সালের ২৯ ডিসেম্বর রামপুরা থানাধীন মালিবাগ চৌধুরীপাড়ায় বিএনপি-জামায়াতের ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচি পালনের সময় ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় মানসুর প্রধানিয়া নামে একজন মারা যান। এর পরেরদিন ৩০ ডিসেম্বর এসআই মামুন বাদী হয়ে রামপুরা থানায় মামলাটি দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ