রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে পারিবারিক কোন্দলের জের ধরে প্রতিপক্ষের হামলায় উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন (৩৫)সহ ৫ ব্যক্তি আহত হয়েছে। আহতরা বর্তমানে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় যুবদল নেতা জাকির হোসেন বাদী হয়ে ৫ জনের নামে বৃহস্পতিবার রাতে থানায় একটি মামলা দায়ের করে।
মামলার বিবরণে প্রকাশ, সদর ইউপি’র মাধাই মৌজার পাঠানপাড়া এলাকার দাঙ্গাবাজ শামছুল হক বাচ্চু (৫০) এর সঙ্গে পার্শ্ববর্তী আলহাজ্ব ফজলুল হকের দীর্ঘদিন ধরে পারিবারিক দ্বন্দ্ব চলে আসছিল। এরই সূত্র ধরে বৃহস্পতিবার দুপুরে থানায় এজাহার দায়েরের বিষয়ে উভয় গ্র“পের মধ্যে বাকবিতন্ডা হয় এবং আলহাজ্ব ফজলুল হক পাঠানপাড়া জামে মসজিদে জোহরের নামাজ আদায় শেষে বাড়ি ফেরার পথে পথিমধ্যে শামছুল হক বাচ্চু গংরা তাকে আটক করে লাঞ্ছিত করে। এ খবর পেয়ে ফজলুল হকের পুত্র ও ভাতিজারা ঘটনাস্থলে গেলে তাদের উপর শামছুল হক বাচ্চু গংরা হামলা চালায়। হামলায় আহতরা হলো-উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন (৩৫), নুর উদ্দিন খান (৫০), আনারুল হক খান (৩০), আউয়াল খান (২৮), জুলফিকার (২৬)। রাজারহাট থানার মামলা নং-০১। এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রশিদ বলেন, অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।