সিসি নিউজ: ফেনী থেকে নীলফামারীর সৈয়দপুরের অপহৃত এক গৃহবধুকে উদ্ধার ও অপহরনকারীকে আটক করে পুলিশ। রবিবার সন্ধ্যায় সৈয়দপুর ও ফেনী সদর থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। তাদের ফেনি থেকে আজ সোমবার দুপুর ১২টায় সৈয়দপুর থানায় নিয়ে আসা হয়েছে।
সৈয়দপুর শহরের ওয়াপদা ফকিরপাড়া এলাকার কোরবান আলীর মেয়ে রীনা আক্তারের (২১) সাথে উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের কাশিরামপাড়ার সফিয়ার রহমান সাকি মাহমুদের পুত্র ফারুক হোসেনের (২৫) বিয়ে হয় বছর দেড়েক আগে। উত্তরা ইপিজেডে ওই বধু চাকুরী করার সুবাধে পরিচয় ঘটে নীলফামারী সদরের বড় সংগলশী এলাকার জাহাঙ্গীর হোসেনের পুত্র আহসান হাবিব রাব্বীর (২৫) সাথে। পরে সবার অজান্তে ওই গৃহবধুকে নিয়ে পালিয়ে যায় রাব্বী।
দীর্ঘদিন মেয়েকে না পেয়ে জামাতাকে দায়ী করে রীনার বাবা চলতি বছরের ৮ জুন আদালতে একটি অপহরণ মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা সৈয়দপুর থানার সাব-ইন্সপেক্টর নজরুল ইসলাম গোপন সংবাদে রবিবার সন্ধ্যায় ফেনী পুলিশের সহযোগিতায় ফেনী সদরের আলোকদিয়া মটর গ্যারেজ থেকে রাব্বীকে আটক এবং ওই গৃহবধুকে উদ্ধার করে সোমবার দুপুর ১২টায় সৈয়দপুরে নিয়ে আসে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন বিষয়টি সিসি নিউজকে নিশ্চিত করেছেন।