সিসি নিউজ: সৈয়দপুর পৌরসভার ১২ নং ওয়ার্ডের নতুন বাবু পাড়াস্থ শহীদ বি. জামান লেনের বেহাল রাস্তা ও ড্রেন নির্মাণের দাবিতে সৈয়দপুর পৌরসভার সামনে মানববন্ধন করেছে এলাকাবাসী। গত ৭ সেপ্টেম্বর দুপুরে আয়োজিত মানববন্ধন শেষে পৌর মেয়রকে স্মারক লিপি দেয়া হয়। এসময় পৌরসভার প্যানেল মেয়র ও কাউন্সিলররা উপস্থিত ছিলেন। স্মারক লিপি গ্রহণকালে মেয়র আমজাদ হোসেন সরকার বলেন, চলতি বছরেই তা মেরামত করা হবে। আবহাওয়া অনুকুলে হলেই নতুন বাবু পাড়াস্থ শহীদ বি. জামান লেন সড়কের শাপলা ভবন থেকে হাসপাতাল মোড় সংলগ্ন স’মিল পর্যন্ত রাস্তা ও ড্রেনের মেরামতের কাজ শুরু হবে বলে তিনি এলাকাবাসীকে আশ্বস্ত করেন।
শহীদ বি. জামান লেন উল্লিখিত ওই রাস্তা কার্যত ভেঙ্গে যাওয়ায় এবং ড্রেনগুলো পয়ঃনিস্কাষন ব্যবস্থা ভেঙ্গে যাওয়ায় ড্রেনের ময়লা ও নোংরা পানির ঠাই হয় রাস্তায়। এতে ওই রাস্তা দিয়ে চলাচলকারী সাধারণ জনগনের সাথে সংশ্লিষ্ট এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। রাস্তাটি নির্মিত হলে প্রায় ১০ হাজার জনসাধারণের দুর্ভোগ লাঘব হবে।