খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : আজ ৮ সেপ্টেম্বর দিনাজপুর জেলার খানসামা উপজেলা পাকেরহাটের বিশিষ্ট শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও সমাজসেবক আব্দুল জব্বার হেডমাস্টারের ১০তম মৃত্যু বার্ষিকী। তিনি ১৯৩৭ সালের ০১ মার্চ দিনাজপুর জেলার খানসামা উপজেলার ছিট আলোকডিহি গ্রামে সম্ভ্রান্ত এক মুসলিম শেখ পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫৩ মেট্রিকুলেশন পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হোন। ১৯৫৫ সালে প্রথম বিভাগে ইন্টারমেডিয়েট পরীক্ষায় উত্তীর্ণ হোন। তিনি ১৯৬২ সালে রাজশাহীর টিচার্স ট্রেনিং কলেজ থেকে বিএড ডিগ্রী লাভ করেন। কর্ম জীবনে তিনি ১৯৫৭ সালে শিক্ষকতা পেশায় যোগদান করেন এবং ২০০২ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত দীর্ঘ প্রায় ৪৪ বছর নিউ পাকেরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে দায়িত্ব পালন করেন।তিনি একাধিক বার খানসামা উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। তিনি খানসামা উপজেলার শিক্ষার প্রসারের ক্ষেত্রে সব চেয়ে বেশি অবদান রাখেন। তিনি শিক্ষকতার পাশাপাশি একজন সফল রাজনীতিবিদ, সমাজসেবক এবং একজন দক্ষ খেলোয়ার ছিলেন। তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ২০০৫ সালের ০৮ সেপ্টেম্বর ঢাকার শমরিতা হাসপাতালে।