• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৮:২৭ পূর্বাহ্ন |

বান্দরবানে পর্যটক অপহরণ : ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি

অপহরণসিসি ডেস্ক: বান্দরবান ও রাঙ্গামাটি সীমান্ত এলাকা থেকে অস্ত্রধারী সন্ত্রাসীদের হাতে পৃথকভাবে অপহৃত দুই পর্যটক এবং দুইজন পাহাড়ি গাইডকে উদ্ধার করা অনিশ্চিত হয়ে পড়েছে। তারা বৃহস্পতিবার সকাল পর্যন্ত ছাড়া পায়নি। আরকান লিবারেশন পার্টি নামের (এএলপি) বিচ্ছিন্নতাবাদী দলের সশস্ত্র সন্ত্রাসীরা এ ৪জন পর্যটক ও গাইডকে মুক্তি দিতে ৫০ লাখ টাকা পণ দাবি করেছে বলে জানা গেছে। সন্ত্রাসীরা মোবাইল ফোনে পাড়াপ্রধানের কাছে মুক্তিপণ দাবি করে অপহৃতদের পরিবারে কাছে খবরটি পৌঁছে দেয়ার কথাও জানায়।
পাছিং ম্রো দুপুরে সন্ত্রাসীদের মুক্তিপণ দাবির কথা সাংবাদিকদের কাছে স্বীকার করেছেন। তবে বড়থলি এলাকার জনপ্রতিনিধি ও স্থানীয়রা এ ধরনের তথ্যের কথা তাদের জানা নেই বলে জানান। গত শনিবার বান্দরবানের রুমা উপজেলার পর্যটন কেন্দ্র বগালেক হয়ে রাঙ্গামাটির বিলাইছড়ি সীমান্ত এলাকা দেখতে যাওয়ার পথে সন্ত্রাসীরা ঢাকার দুই পর্যটক আবদুল্লাহ আল জুবায়ের ও জাকির হোসেন মুন্নাকে নতুন পুকুর পাড়া থেকে অপহরণ করে। তাদের সাথে পাছিং পাড়ার পাড়াপ্রধান পাছিং ম্রোর ভাই মাংসাই ম্রোকেও অপহরণ করা হয়। একই দিন রাইংক্ষ্যং পুকুর পাড়া থেকে রুমায় ফেরার পথে ঢাকার আট পর্যটকের কাছ থেকে সন্ত্রাসীরা ক্যামেরা, টাকা ও অন্যান্য সরঞ্জাম নিয়ে যায়। এ সময় জাদিফাই পাড়ার গাইড লালরিং সাং বমকে সরঞ্জাম পরিবহনের জন্য ধরে নিয়ে যায় সন্ত্রাসীরা। অপহৃতদের এখনো খোঁজ পাওয়া যায়নি। ঘটনার পর থেকে অপহৃতদের উদ্ধারে সীমান্তে সেনাবাহিনী ও বিজিবি অভিযান চালাচ্ছে। এ অপহরণ ঘটনার পর পাছিং পাড়ার পাড়াপ্রধান পাছিং ম্রো অপহরণকারীদের সাথে মধ্যস্থতা করছিলেন বলে স্থানীয়রা জানান। অপহরণকারীরা নিজেদের আরাকান লিবারেশন আর্মি পরিচয় দিয়ে পাড়াপ্রধানের কাছে মুক্তিপণ দাবি করলেও অপহরণের ঘটনা আদৌ তারা ঘটিয়েছে কি না তা নিয়ে কেওক্রাডং বড়থলি এলাকার স্থানীয়দের মধ্যে সন্দেহ রয়েছে। অনেকেই বলছেন, ম্রো পার্টি এমএনপির একটি দলছুট গ্রুপ এই অপহরণ ঘটনার সাথে জড়িত থাকতে পারে। এ দিকে গতকাল রুমার বগালেক থেকে ঢাকার অপর তিন পর্যটক আবু তালেব নিয়াজী (২৩), প্রিতম সাহা (২৪) ও শাহা তারেক বান্দরবানে চলে আসে। এরা অপহৃতদের সাথে ওই এলাকায় ভ্রমণে গিয়েছিলেন। পরে তাদের কাছ থেকে আবদুল্লাহ আল জুবায়ের ও জাকির হোসেন মুন্না নতুন পুকুর পাড়ার কাছে কাপলাং ঝরনা দিকে চলে গেলে সেখান থেকে সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ