চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র নেত্রী সায়মা খাতুনকে চাঁদাবাজির মামলায় গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
উপজেলার দায়পুকুরিয়া ইউনিয়নের মির্জাপুর গ্রামের নিজ বাসা থেকে রবিবার রাত ২টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুল ইসলাম জানান, ‘একটি চাঁদাবাজির মামলায় শিবগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সায়মা খাতুনকে রবিবার রাতে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। সায়মা খাতুনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলাসহ একাধিক মামলা রয়েছে।’ ‘চাঁদাবাজির মামলাটি রবিবার রাতেই করা হয়’ বলে জানান তিনি।
এদিকে জেলা পুলিশ কন্ট্রোল রুম থেকে পাওয়া তথ্য অনুযায়ী, রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে চালানো অভিযানে এক জামায়াত কর্মীসহ ২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
জেলা পুলিশের কন্ট্রোল রুমের পুলিশ সদস্য ফেরদৌস আলম জানান, গ্রেফতার জামায়াত কর্মীর নাম আব্দুল্লাহ খান (২৮)। তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হুজরাপুর মহল্লার ইসহাক আলীর ছেলে। এছাড়াও অন্যরা বিভিন্ন নিয়মিত মামলা ও ওয়ারেন্টের আসামি। বাকিদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানাতে পারেননি তিনি।