• বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৫:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :

বগুড়ায় শিয়া মসজিদে গুলি, মুয়াজ্জিন নিহত

New Rose Cafe, Saidpur

Bogra1448553727সিসি নিউজ: বগুড়ার শিবগঞ্জে একটি শিয়া মসজিদে মুসল্লিদের ওপর দুর্বৃত্তদের গুলিবর্ষণে মসজিদের মুয়াজ্জিন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন ইমামসহ তিন জন।

শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নের হরিপুর বাসস্ট্যান্ড শিয়া মসজিদে বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর গুলি চালায় দুর্বৃত্তরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাগরিবের নামাজের সময় নিয়মিত মুসল্লিদের সঙ্গে ২০-২২ বছর বয়সী অপরিচিত তিন যুবক মসজিদে প্রবেশ করে। তাদের মাথায় টুপি এবং পরনে পায়জামা-পাঞ্জাবি ছিল।

মাগরিবের নামাজ শেষে অনেক মুসল্লি এশার নামাজের জন্য অপেক্ষা করছিলেন,  ঠিক সেই মুহূর্তে ওই তিন যুবক তাদের লক্ষ করে গুলি ছুঁড়তে থাকে। গুলির শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এলে তিন যুবক দৌঁড়ে পালিয়ে যায়।

এ সময় মসজিদের মুয়াজ্জিনসহ চার জন গুলিবিদ্ধ হন। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির পর মসজিদের মুয়াজ্জিন মোয়াজ্জেম হোসেন (৬০) মারা যান।

গুলিবিদ্ধ অপর তিনজন হলেন- হরিপুর গ্রামের বাসিন্দা আফতাব হোসেন (৪০), মসজিদের ইমাম মাওলানা শাহিনুর (৩৫) ও আলাদীপুর গ্রামের তাহের মিস্ত্রি (৫০)।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মসজিদটি ঘিরে রেখেছে। জড়িতদের ধরতে এলাকায় অভিযান চলছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ