• বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৩:৪১ পূর্বাহ্ন |
শিরোনাম :

ফাঁসি নিয়ে জাতিসংঘের বক্তব্য ‘খুবই বিরক্তিকর’

New Rose Cafe, Saidpur

126574_1ঢাকা: মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে জাতিসংঘের দেয়া বিবৃতি প্রত্যাখ্যান করে বাংলাদেশ সরকার একে ‘খুবই বিরক্তিকর’ বলে মন্তব্য করেছে।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দেয়া বিবৃতি খণ্ডন করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া রায় সম্পর্কে ভুল ধারণার ভিত্তিতে ওই বিবৃতি দেয়া হয়েছে বলে মনে করে বাংলাদেশ। বিবৃতিতে যে উপসংহার টানা হয়েছে তাতে বাংলাদেশ ‘হাইলি ডিস্টার্বড (খুবই বিরক্তিকর)’ বলে উল্লেখ করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবাদে বলা হয়েছে, সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন সময়ের মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্যার জন্য সাজা দেয়া হয়েছে। বর্তমান রাজনৈতিক অবস্থান নয়, বরং ১৯৭১ সালের অপরাধের জন্যই তাদের বিচার হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ বিচারে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখতে বদ্ধপরিকর।

এতে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই বিচার বিচারহীনতার সংস্কৃতির সমাপ্তি, ভিকটিমেদর জন্য ন্যায়বিচার নিশ্চিত করা এবং সত্য ও সংহতি প্রতিষ্ঠার পথ সুগম করেছে।

মঙ্গলবার বাংলাদেশের মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে একটি বিবৃতি দিয়েছিলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের মুখপাত্র রাভিনা শামদাসানি।

এতে বলা হয়েছিল, বিচারে সুষ্ঠুতা নিয়ে সন্দেহ দেখা দেয়ায় দীর্ঘদিন ধরে আমরা সতর্ক করছি যে, বাংলাদেশ সরকারের উচিত হবে না মৃত্যুদণ্ড কার্যকর করা। বিভিন্ন সময় একই রকম উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞরা। তারা ফাঁসি বন্ধ রাখতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। কারণ, সুষ্ঠু বিচারের আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখা হয়নি।

বিবৃতিতে বলা হয়, ইন্টারন্যাশনাল কোভেন্যান্ট অন সিভিল পলিটিক্যাল রাইটসের শর্তও অনুযায়ীও ওই বিচার করা হয়নি। এই চুক্তিতে স্বাক্ষর করা একটি দেশ বাংলাদেশ। যে কোনোপরিস্থিতিতে, এমনকি সবচেয়ে গুরুতর আন্তর্জাতিক অপরাধের ক্ষেত্রেও মৃত্যুদণ্ডের বিরোধী জাতিসংঘ।

এর আগে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, পাকিস্তান সরকার দুই রাজনীতিকের ফাঁসির নিন্দা জানালে আওয়ামী লীগ সরকার তাতেও ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ