• রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৫:০০ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শো-ডাউন নীলফামারীতে পদোন্নতির দাবিতে শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদের মানববন্ধন প্রশাসন যেন কোন রাজনৈতিক দলের কাছে নতিস্বীকার না করে- ভিপি নুর “বিএনপির জন্মই হয়েছে সংস্কার করার জন্য”- ডা. জাহিদ হোসেন চিলমারীতে খালের পানিতে ডুবে শিশু ইয়াছিনের মৃত্যু  সৈয়দপুরে ইয়াং টাইগার একাডেমি কাপ টুর্নামেন্টের শুভ উদ্বোধন সৈয়দপুরে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুনগতমান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত নীলফামারীতে সড়ক দূর্ঘটনায় ইপিজেড কর্মী নিহত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে খানসামায় বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ৩২ টন পাখির খাদ্যে ২৫ টনই নিষিদ্ধ পপি বীজ

দিনাজপুরে জেলা জেএসপির প্রতিনিধি সভা অনুষ্ঠিত

New Rose Cafe, Saidpur

JSD Picদিনাজপুর প্রতিনিধি: জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন বলেছেন, ফ্যাসিবাদ ও জঙ্গীবাদ মোকাবেলায় গণতান্ত্রিক ব্যবস্থাকে উন্নত করতে হবে। দেশে জনগণের ভোটাধিকার, মৌলিক অধিকার ও পূর্ণ রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে।
তিনি শুক্রবার (২৭ নভেম্বর) বেলা ১২টায় দিনাজপুর নাট্য সমিতি মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি দিনাজপুর জেলা শাখা আয়োজিত প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আব্দুল মালেক রতন বলেন, বর্তমানে দেশে চলছে হত্যা, গুম, খুন, লুটপাট, দখলবাজী, চাঁদাবাগী, টেন্ডারবাদী ও ধর্ষণ। বিদেশী নাগরিকদের হত্যা করা হচ্ছে, মসজিদে গুলি করা হচ্ছে, ধর্মযাজককে হত্যার অপচেষ্টা করা চলছে। ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের সুযোগ নিয়ে জঙ্গীবাদ মাথাচাড়া দিয়ে উঠছে। পাশ্চাত্য গনতন্ত্রও সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করে না। তাই বাংলাদেশ ও বিশ্বে দেশ পরিচালনার সকল স্তর ও পর্যায়ে সকল শ্রম, কর্ম ও পেশার জনগণকে সম্পৃক্ত করে অংশিদারিত্বের গনতন্ত্র কায়েমের মাধ্যমে বিশ্ব রাজনীতিতে একটি নতুন আদর্শ ও ‘নতুন রাজনৈতিক অর্ডার’ প্রতিষ্ঠা করতে হবে।
জেএসডি সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন আরো বলেন, বাংলাদেশকে ফ্যাসিবাদ ও জঙ্গীবাদ মোকাবেলার জন্য অবিলম্বে জাতীয় সংলাপের মাধ্যমে ঐক্য গড়ে তুলে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে হবে। দেশে প্রতিষ্ঠা করতে হবে ৯ টি প্রদেশ, দ্বি-কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, স্ব-শাসিত স্থানীয় সরকার এবং দ্বি-কক্ষ বিশিষ্ট পার্লামেন্টের উচ্চ কক্ষ থেকে নির্বাচনকালিন সরকার গঠন করতে হবে।
জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি দিনাজপুর জেলা শাখার সভাপতি এ্যাড. আব্দুল হাই’র সভাপতিত্বে প্রতিনিধি সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেএসডির কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ও রংপুর জেলা শাখার সভাপতি আমীন উদ্দীন বিএসসি, কাহারোল উপজেলা শাখার সভাপতি আব্দুল খালেক প্রমূখ।
সভা শেষে এ্যাড. আব্দুল হাইকে সভাপতি, এ্যাড. গোলাম রব্বানীকে সাধারণ সম্পাদক ও মো. শাখাওয়াত হোসেন সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট দিনাজপুর জেলা শাখার কমিটি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ