সিসি নিউজ: কক্সবাজারের উখিয়ার মনখালীতে সেনাবাহিনীর শীতকালীন মহড়া চলাকালীন কামানের গোলা বিস্ফোরণ ঘটে এক সেনাসদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩ জন।
রামুতে সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফারুক জানান, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উখিয়া উপজেলার দক্ষিণের শেষাংশের মনখালীর পাহাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
বিস্ফোরণে নিহত হন সিপাহি ইব্রাহিম খলিল ওরফে রিপন। তিনি (৩১) রামু সেনানিবাসের অন্তর্ভুক্ত সদস্য। আহতরা হলেন- সার্জেন্ট হুমায়ুন (৪৩), ল্যান্স নায়েক হাবিবুর রহমান (৪০) ও ল্যান্স করপোরাল রাসেল হাবিব (৩১)।
তিনি বলেন, সেনাবাহিনীর শীতকালীন নিয়মিত মহড়া চালার সময় বিমানবিধ্বংসী কামানের গোলা ভর্তি করতে গিয়ে এ বিস্ফোরণ হয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।
আহতদের প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হলেও উন্নত চিকিৎসার জন্য সেনাবাহিনীর বিশেষ হেলিকপ্টারযোগে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত সেনাসদস্যের মৃতদেহ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে আনা হয়েছে।
কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ওয়াহিদুজ্জামান মুরাদ জানান, আহত সেনাসদস্যদের শরীরের বিভিন্ন অংশে স্প্রিন্টার বিদ্ধ হওয়ার চিহ্ন দেখা গেছে। আহতদের মধ্যে ল্যান্স করপোরাল রাসেল হাবিবের অবস্থা আশঙ্কাজনক।