সিসি নিউজ: সৈয়দপুর পৌরসভা নির্বাচনে আ’লীগের প্রার্থী হিসেবে মেয়র পদে মনোনয়নের জন্য শনিবার সন্ধ্যায় এক সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আওয়ামীলীগ সৈয়দপুর উপজেলা শাখার নিজস্ব কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আ’লীগের সভাপতি আব্বাছ আলী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সকল নেতাকর্মী আসন্ন সৈয়দপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদের জন্য আ’লীগের প্রার্থী হিসেবে দলের সাধারন সম্পাদক ও সাবেক পৌর মেয়র আখতার হোসেন বাদলকে মনোনীত করার জন্য দলের হাই কমান্ডের কাছে অনুরোধ জানান। সভায় আখতার হোসেন বাদল উপস্থিত ছিলেন।