মাহবুবুল হক খান, দিনাজপুর : দ্বিপাক্ষিক বিষয়ক নিয়ে আলোচনার উদ্দেশ্যে দিনাজপুরে বাংলাদেশ-ভারত যৌথ ডিসি-ডিএম পর্যায়ের ৩ দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) সকাল ১০টায় দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে উভয় দেশের জেলা প্রশাসক, জেলা ম্যাজিস্ট্রেট পর্যায়ের বৈঠকে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সীমান্তরক্ষা বাহিনীর প্রতিনিধিগণ অংশ নেন। ওই বৈঠকে বাংলাদেশের ৯টি জেলা ও ভারতের ৬টি জেলার কর্মকর্তা ছাড়াও বিজিবি এবং বিএসএফ’র কর্মকর্তারা অংশ নিয়েছেন।
দিনাজপুর জেলা প্রশাসকের মীর খায়রুল আলমের সভাপতিত্বে বাংলাদেশ-ভারত যৌথ (ডিসি-ডিএম) সীমান্ত সম্মেলনে চোরচালান, নারী ও শিশু পাচার, সীমান্ত হত্যা, সীমানা জটিলতা, অবৈধ অনুপ্রবেশসহ সীমান্তের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। দ্রুত এসব সমস্যা সমাধানে কার্যকরি পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নেয়া কথা বলা হয়েছে সম্মেলনে।
সম্মেলনে ভারতের ১৩ সদস্যের প্রতিনিধি দলের অংশগ্রহণকারী সদস্যরা হলেন- ভারতের জলপাইগুড়ি জেলার ডিএম পৃথা সরকার, এসপি আকাশ মাঘারিয়া, দার্জিলিং জেলার ডিএম অনুরাজ শ্রিবাস্তব, এসপি অমিত পি জাভালজি, মালদা জেলার ডিএম শরদ কর্মকার, এসপি প্রসুন বন্দোপাধ্যায়, উত্তর দিনাজপুর জেলার ডিএম রনধীর কুমার, এসপি সৈয়দ ওয়াকার, দক্ষিণ দিনাজপুর জেলার ডিএম তাপস চৌধুরী, এসপি শিশরাম জাজারিয়া, কোচবিহার জেলার ডিএম ডক্টর পি উলাঙ্গানাথান, এসপি রাজেশ কুমার, শিলিগুড়ি জেলার ডিসিপি শিয়াম সিং। এ প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন ভারতের জলপাইগুড়ি জেলার ডিএম পৃথা সরকার।
অপরদিকে সম্মেলনে বাংলাদেশের সীমান্ত সংলগ্ন জেলা দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, রাজশাহী, চাপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও বিজিবি কমান্ডারগণ অংশগ্রহণ করেন।
ভারতের মালদা জেলার এসপি প্রসুন বন্দোপাধ্যায় সাংবাদিকদের জানান, সীমান্ত সম্মেলনে ভারতের উত্তরবঙ্গের সাতটি জেলার ডিএম এসপিরা এখানে এসেছি। সীমান্তের বিভিন্ন বিষয় নিয়ে এখানে আলোচনা হয়েছে। সৌহার্দ বিনিময়ের মাধ্যমে দু’দেশের সম্পর্কের উন্নয়ন হবে।
এর আগে দিনাজপুরে তিন দিনের বাংলাদেশ-ভারত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পর্যায়ের যৌথ সীমান্ত সম্মেলনে যোগ দিতে ভারতের ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল দিনাজপুরে এসে পৌঁছেন। শনিবার সকাল ১১টায় হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতের জলপাইগুড়ি জেলার জেলা ম্যাজিস্ট্রেট পৃথা সরকারের নেতৃত্বে ভারতীয় প্রতিনিধি দল বাংলাদেশে এসে পৌছলে দিনাজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বীসহ প্রশাসন, কাস্টমস ও পুলিশের স্থানীয় কর্মকর্তারা তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এসময় সেখানে ভারতের বিএসএফ, পতিরাম ১৯৯ ব্যাটালিয়নের অধিনায়ক জোতিন্দর সিন্ধু এবং বিজিবি হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আতাহার আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী উপস্থিত ছিলেন।
সম্মেলন শেষে ৩০ নভেম্বর হিলি ইমিগ্রেশনের চেকপোস্ট দিয়ে পুনরায় ভারতের প্রতিনিধি দলটি নিজ দেশে ফিরে যাবেন।