অর্থ-বাণিজ্য ডেস্ক : আজ সোমবার আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন। রিটার্ন দাখিলের সময় আর বাড়ানো হচ্ছে না। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান সময় না বাড়ানোর বিষয়টি রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এর আগে আয়কর রিটার্ন দাখিলের সময় দুই মাস বাড়িয়ে ৩০ নভেম্বর পর্যন্ত করা হয়। তবে এবার আর সময় বাড়ানো হবে না। ৩০ নভেম্বরই রিটার্ন দাখিলের শেষ দিন।
যদিও বরাবরের মতো এবারও ব্যবসায়ীদের পক্ষ থেকে রিটার্ন দাখিলের সময় বাড়ানোর দাবি করা হয়েছে বলে এনবিআর সূত্রে জানা যায়।
এর আগে পবিত্র হজ, ঈদুল আজহা ও দুর্গাপূজাসহ বিবিধ কারণ এবং ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের দাবির মুখে আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেয় এনবিআর। করদাতাদের সুবিধার কথা বিবেচনা করে ব্যক্তি-শ্রেণি করদাতাসহ অন্য করদাতাদের (কোম্পানি করদাতা ছাড়া) আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা দুই মাস বাড়িয়ে ৩০ নভেম্বর পর্যন্ত করা হয়।
এর মধ্যে নিয়মিত আয়কর মেলা ও প্রথমবারের মতো শীতকালীন আয়কর মেলা আয়োজন করে এনবিআর। যেখানে রিটার্ন দাখিলের সুযোগসহ করদাতাদের সব সুবিধা রাখা হয়েছিল। নিয়মিত আয়কর মেলা থেকে ২ হাজার ৩৫ কোটি ৩২ লাখ টাকা এবং শীতকালীন আয়কর মেলা থেকে ৬২ কোটি ৭২ লাখ ৫০ হাজার ৩০৬ টাকা রাজস্ব সংগ্রহ করে এনবিআর।
আয়কর অধ্যাদেশ অনুযায়ী, টিআইএনধারীদের আয়কর বিবরণী (আয়কর রিটার্ন) জমা দেওয়া বাধ্যতামূলক। আয়কর বিবরণী না দিলে জেল ও জরিমানার বিধান রয়েছে অধ্যাদেশে।
নির্ধারিত সময়ে আয়কর বিবরণী জমা না দিলে এককালীন ১ হাজার টাকা এবং পরবর্তী প্রতিদিনের জন্য বাড়তি ৫০ টাকা হারে জরিমানার বিধান রয়েছে। তবে যৌক্তিক কারণ দেখিয়ে কেউ সংশ্লিষ্ট কর অঞ্চলের সহকারী কর কমিশনার বরাবর আবেদন করলে নির্ধারিত সময়ের পরও বিবরণী জমা নেয় এনবিআর।
চলতি ২০১৫-১৬ অর্থ বছরে এনবিআরের রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৭৬ হাজার ৩৭০ কোটি টাকা। এর মধ্যে আয়করে ৬৫ হাজার ৯৩২ কোটি, ভ্যাটে থেকে ৬৩ হাজার ৯০২ কোটি ও শুল্কে ৪৬ হাজার ৫৩৬ কোটি টাকার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।