জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: পৌর নির্বাচনে দলের ত্যাগী নেতাদের মনোনয়নের দাবিতে নীলফামারীর জলঢাকা ট্রাফিক মোড়ে অবরোধ করে আ.লীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। আজ সোমবার (৩০ নভেম্বর) বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত সড়ক অবরোধ করা হয়। এসময় জলঢাকার সাথে ডোমার-ডিমলা, পঞ্চগড় ও হাতিবান্ধা–বুড়িমারী,নীলফামারী রুটের শতশত যানবাহন আটকা পড়ে।
অবরোধে অংশ নেওয়া যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও জলঢাকা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর জানান, দীর্ঘদিনের ত্যাগী আওয়ামীলীগ নেতাকর্মীদের সাথে একজন নব্য আওয়ামীলীগারকে মনোনয়ন দেওয়ার পায়তারা চলছে। ফলে ত্যাগী নেতাদের নামের তালিকায় ওই সদ্য দলে যোগদানকারী বর্তমান মেয়র ইলিয়াছ হোসেন বাবলুর নামও কেন্দ্রে পাঠানো হয়। সেকারণেই এই সড়ক অবরোধ। যদি ত্যাগী নেতাদের বাদ দিয়ে কোন নব্য আওয়ামী লীগারকে দলীয় মনোনয়ন দেওয়া হয় তাহলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। অবরোধ চলাকালীন সময়ে আ.লীগ মনোনয়ন প্রত্যাশী, আ.লীগ নেতা ও উপজেলা ঘাতক দালাল নির্মুল কমিটির সাধারন সম্পাদক অধ্যক্ষ একে আজাদ বলেন, দীর্ঘদিনের আ.লীগ নেতাদের বাদ দিয়ে গত ২৫ নভেম্বর উপজেলা কৃষক লীগে যোগদানকারী ইলিয়াছ হোসেন বাবলুকে মনোনয়ন দেওয়ার পায়তারা চলছে। এটি প্রতিরোধ করতে হবে। এদিকে বিকাল ৫টায় উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক সহিদ হোসেন রুবেল অবরোধস্থলে এসে বিষয়টি কেন্দ্রীয় আ’লীগকে অবগত করার আশ্বাস প্রদান করায় তারা অবরোধ তুলে নেয়।
সুত্র জানায় জলঢাকা পৌরসভার আ’লীগের একক মেয়র প্রার্থী চুড়ান্ত করতে রবিবার বিকাল থেকে গভীর রাত পর্যন্ত জেলা ও উপজেলা এবং পৌর আওয়ামীগ নেতৃবৃন্দ বৈঠক করে নীলফামারীতে। সেখানে জলঢাকা পৌরসভার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে আবেদন করেন যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, উপজেলা আওয়ামী লীগ নেতা ও ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক একে আজাদ ও উপজেলা যুবলীগের আহ্বায়ক সারোয়ার হোসেন সাদের এবং ,সদ্য জাতীয়পাটি থেকে আওয়ামী লীগে যোগদানকারী জলঢাকা পৌরসভার বর্তমান মেয়র ইলিয়াছ হোসেন বাবলু। কিন্তু ওই বৈঠকে একক প্রার্থী চুড়ান্ত সম্ভব হয়নি। ফলে ওই বৈঠকে উপস্থিত থাকা জলঢাকা ৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারন সম্পাদক এ্যাডঃ মমতাজুল হক , জলঢাকা উপজেলা আঃলীগের সভাপতি আনছার আলী মিন্টু, সাধারন সম্পাদক সহীদ হোসেন রুবেল, জলঢাকা পৌর আঃ লীগের সভাপতি আশরাফ হোসেন, সাধারন সম্পাদক আব্দুল মজিদ সকলের নাম কেন্দ্রে প্রেরনের মাধ্যমে কেন্দ্র কমিটির কাছে চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহনের হস্তক্ষেপ কামনা করেন।