• রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৪:১৯ অপরাহ্ন |
শিরোনাম :
প্রশাসন যেন কোন রাজনৈতিক দলের কাছে নতিস্বীকার না করে- ভিপি নুর “বিএনপির জন্মই হয়েছে সংস্কার করার জন্য”- ডা. জাহিদ হোসেন চিলমারীতে খালের পানিতে ডুবে শিশু ইয়াছিনের মৃত্যু  সৈয়দপুরে ইয়াং টাইগার একাডেমি কাপ টুর্নামেন্টের শুভ উদ্বোধন সৈয়দপুরে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুনগতমান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত নীলফামারীতে সড়ক দূর্ঘটনায় ইপিজেড কর্মী নিহত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে খানসামায় বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ৩২ টন পাখির খাদ্যে ২৫ টনই নিষিদ্ধ পপি বীজ ২০২৬ সালে সরকারি ছুটি ২৮ দিন, ১১ দিনই শুক্র-শনিবার নীলফামারীতে দেড় শতাধিক নারী-পুরুষ নিলেন দুর্ণীতিবিরোধী শপথ

বড়পুকুরিয়ার কয়লার দাম কমলো

New Rose Cafe, Saidpur

বড়পুকুরিয়ামোঃ রুকুনুজ্জামান বাবুল পার্বতীপুর (দিনাজপুর): আন্তর্জাতিক বাজারে কয়লার মূল্য কমে যাওয়ায় বড়পুকুরিয়ার কয়লার দাম টনপ্রতি ২ হাজার ৫শ’ টাকা কমানো হয়েছে। গত মৌসুম থেকে ভ্যাট-ট্রাক্সসহ বড়পুকুরিয়ার প্রতিটন কয়লা ১৩ হাজার ৬৮০ টাকায় বিত্রি“ হচ্ছিল। কিন্তু গত বৃহপতিবার থেকে বর্তমান মূল্য কমিয়ে ভ্যাট-ট্রাক্সসহ তা ১১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।  রোবাবার থেকে হ্রাসকৃত মৃল্যে কয়লা বিক্রি কার্যকর করা হয়েছে।
খনি কর্তৃপক্ষ সুত্রে জানা গেছে, চলতি মৌসুমে দেশের ইটভাটা, বয়লার চালিত শিল্প কারখানা মালিকরা যাতে চাহিদামত কয়লার সরবরাহ পেতে পারে সে লক্ষ্যে কয়লার মুল্য হ্রাস করা হয়েছে। তবে ইটভাটা ও বয়লার চালিত শিল্প কারখানায় জ্বালানি হিসেবে বিক্রির জন্য আমদানী করা কয়লার সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে বড়পুকুরিয়ার কয়লা দাম কমানো হলো বলে খনি অন্য একটি সুত্র জানায়।
পার্বতীপুরের এ আর বিক্সসের মালিক আব্দুর রাজ্জাক ও সততা বিক্সের মালিক আমিনুল ইসলাম জানান, গত কয়েক বছরে ইট পোড়ানোর মৌসুমে বড়পুকুরিয়ায় কয়লা উৎপাদন বন্ধ থাকায় এবং ভাটা মালিকদের চাহিদামত কয়লা সরবরাহ করতে না পারায় ভাটা মালিকদের আমদানী করা কয়লার উপর নির্ভর করতে হয়েছে। গত মৌসুমে ভারত থেকে আমদানী করা নিম্নমানের সালফার মিশ্রিত কয়লা জ্বালানি হিসেবে ব্যবহার করতে বাধ্য হয় ইটভাটা ও বয়লার চালিত শিল্প কারাখানার মালিকরা। এবছর আন্তর্জাতিক বাজারে কয়লার দাম পড়ে যাওয়ায় আমদানীকারকরা ভারত, ইন্দোনেশিয়া, আফ্রিকাসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে কয়লা আমদানী করে দেশের বিভিন্ন স্থানে মজুদ করে তা বিক্রি করছেন। বড়পুকুরিয়ার কয়লার চেয়ে এসব কয়লার দাম প্রতিটনে প্রায় ৬ হাজার টাকা কম হওয়ায় ইট ভাটা মালিকরা জ্বালানি হিসেবে বড়পুকুরিয়ার কয়লা ব্যবহার না করে আমদানী করা কয়লার দিকে ঝুকে পড়েন। ইটভাটা মালিকরা বলেন, গত বছর আমদানী করা নিম্ন মানের কয়লাও ১৭ থেকে ২০ হাজার টাকায় বিত্রি“ হয়েছে। তাও সহজ লভ্য ছিল না। এ বছর আমদানী করা কয়লা ৮ থেকে ৯ হাজার টাকায় পাওয়া যাচ্ছে। তারা অভিযোগ করেন, গত বছর বড়পুকুরিয়ার কয়লার দাম প্রতি টন ৯ হাজার টাকা থেকে বাড়িয়ে প্রায় ১৪ হাজার টাকা করা হয়। কিন্তুু প্রভাবশালী ব্যক্তিরা ছাড়া কোন ভাটা মালিক সরাসরি কয়লা কিনতে পারেননি। প্রভাবশালীদের ম্যধ্যমে ১৪ হাজার টাকার এসব কয়লা ভাটা মালিকদের ২২ থেকে ২৩ হাজার টাকায় কিনতে হয়েছে।
খনির একটি সুত্র জানায়, আমদানী করা কয়লার দাম কম হওয়ায় এবছর ইট পোড়ানোর ভরা মৌসুম শুারু হলেও বড়পুুকুরিয়ার কয়লা বিক্রিতে তেমন গতি নেই। তাই আমাদানী করা কয়লার দামের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে খনি কর্তৃপক্ষ কয়লার দাম পূনঃনির্ধারনে বাধ্য হয়। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন কয়লা ব্যবসায়ী জানান, আমদানী করা কয়লা বড়পুকুরিয়ার কয়লার চেয়ে নিম্নমানের। এই কয়লায় সালফার বেশী এবং দাহ্য ক্ষমতাও বড়পুকুরিয়ার মতো নয়। শুধুমাত্র কম দামের জন্য এই কয়লা ব্যবহার করতে বাধ্য হচ্ছেন ভাটা মালিকরা। এতে পরিবেশেরও ক্ষতি হচ্ছে।পার্বতীপুরের বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জানান, বর্তমানে বড়পুরিয়া কয়লা খনির চত্তরে প্রায় ৩ লাখ মেট্রিক টন কয়লা মজুদ রয়েছে। উন্নত মানের সালফারমুক্ত এ কয়লা খনি সংলগ্ন কয়লাভিত্তিক বড়পুকুরিয়ার তাপ বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহারের পরও বিপুল পরিমান বাড়তি কয়লা দেশের ইটভাটা ও বয়লার চালিত শিল্প কারখানায় ব্যবহারের জন্য বিক্রি করা হচ্ছে।
কয়লার মূল্য বৃদ্ধির কারনে গত মৌসুমে ইটের মূল্য বৃদ্ধি পায়। এবছর কয়লার মূল্য কমে যাওয়ায় নতুন ইটের দামও কমবে বলে ভোক্তারা আশা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ