সিসি নিউজ: নীলফামারী-ডোমার সড়কের কৃষি ফার্ম মোড়ে মাটি বোঝাই ট্রাক্টরের চাপায় পিষ্ট হয়ে আসমা আক্তার তানিয়া(১৪) নামের এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে। নিহত স্কুল ছাত্রী সদর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের হরতকিতলা গ্রামের নজরুল ইসলামের মেয়ে ও রামগঞ্জ বিএম কলেজের নবম শ্রেণির ছাত্রী। পুলিশ জানায় দুপুর ২টার সময় মেয়েটি অটো যোগে নীলফামারী শহর থেকে বাড়ী যাওয়ার পথে ওই স্থানে বিপরীত দিক থেকে আসা মাটি বোঝাই একটি ট্রাক্টর অটোকে চাপা দিলে ঘটনাস্থলে সে নিহত হন। এলাকাবাসি ট্রাক্টরটি আটক করে থানায় দিয়েছে।