বিনোদন ডেস্ক : চলচ্চিত্র প্রযোজক, পরিচালকদের বিরুদ্ধে কুপ্রস্তাবের দেওয়ার অভিযোগ এনে সিনেমায় থেকে নায়িকাদের সরে যাওয়ার ঘটনা ঘটেছে টালিউডে। তবে এবার ভিন্ন কারণে সিনেমার চুক্তি বাতিল করতে যাচ্ছেন এক জন চিত্রনায়িকা।
রকিবুল আলম রকিব পরিচালিত মাস্তান পুলিশ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন এবং ‘সাইনিং মানি’ নিয়েছিলেন মোস্তাফিজুর রহমান মানিকের পরিচালিত চুপি চুপি প্রেম খ্যাত সিনেমার চিত্রনায়িকা প্রিয়ন্তী। তবে ছবিটির ‘কস্টিউম’ পছন্দ না হওয়ায় সেই চুক্তি বাতিল করে, সাইনিং মানি ফিরেয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এ নায়িকা।
এ বিষয়ে প্রিয়ন্তী জানান, মাস্তান পুলিশ সিনেমায় তাকে সংক্ষিপ্ত পোশাক পড়তে হবে যা তার পছন্দ নয়। তাই সিনেমাটিতে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছে এবং প্রযোজকের কাছ থেকে নেওয়া অগ্রীম অর্থ ফিরিয়ে দেবেন তিনি।
উঠতি এ নায়িকা বলেন, ‘সিনেমাটির গল্পও থেকে শুরু করে সব কিছুই আমার পছন্দ হয়েছে। কিন্তু সিনেমার পরিচালক আমাকে যে ধরণের পোশাক পড়তে বলছেন সেগুলো আমার সঙ্গে যায় না। কারণ পোশাকগুলো খুবই আপত্তিকর ও অশ্লীল।’
সিনেমাটির পরিচালক রকিবুল আলম রকিবের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘প্রিয়ন্তী আমার এ সিনেমায় কাজ করবেন বলেইতো চুক্তি করেছেন। আর তিনি যে ছবিটি কাজ করবেন না তা আমাকে এখনও জানাননি।’